সুনামগঞ্জ-১ মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পথসভা।
বিশেষ প্রতিনিধিঃ-
শুক্রবার, ৩ অক্টোবর বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।
পথসভায় সভাপতিত্ব করেন উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মৌলানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মহিউদ্দিন, এছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে অসংখ্য নেতা-কর্মী সভায় অংশগ্রহণ করেন।
মাহবুবুর রহমান সভায় বলেন, আমি টাকা কামানোর জন্য এমপি হতে চাইনি। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি আপনাদের ভালোবাসা চাই। জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে সুনামগঞ্জ-১ এর রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের কাজ করবো। শ্রমিকদের সমস্যা সমাধান আমার অগ্রাধিকার হবে।
তিনি আরও অভিযোগ করেন, তাহিরপুরের জাদুকাটা নদীতে রয়েলেটি নামে যে চাঁদা নেওয়া হচ্ছে, তা সরকারের নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। ৫ আগস্টের আগে যেখানে ৫ টাকা রয়্যালিটি ছিল, সেখানে কেন ২৫ টাকা নেওয়া হচ্ছে? শ্রমিকদের কথা চিন্তা করে সরকারকে নির্ধারিত চাঁদা অনুযায়ী নেওয়ার পরামর্শ দিচ্ছি।
মাহবুবুর রহমান সভায় আরও বলেন, যদি ধানের শীষ পেয়ে নির্বাচিত হই, তাহলে দলের চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত ৩১ বাস্তবায়নে কাজ করবো। শ্রমিকদের দাবি আদায়ে সক্রিয় ভূমিকা রাখব। আমি সব সময় শ্রমিকদের পাশে আছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। সুনামগঞ্জ-১ আসনের সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।
স্থানীয়রা জানান, সভায় মানুষের উপস্থিতি ব্যাপক ছিল। পথসভায় দলের একতা ও নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নদীতে চাঁদাবাজি রোধে গণজাগরণ তৈরির বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, তারা সিদ্ধান্ত নিয়েছেন, নির্বাচনী প্রচারণা ও জনগণকে সংগঠিত করার কাজ আরও জোরদার করা হবে এবং ৩১ বাস্তবায়নের লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখা হবে।
আপনার মতামত লিখুন :