দিরাইয়ে বসত ঘরে আগুন


Harun Miah প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৪:১৩ পূর্বাহ্ন /
দিরাইয়ে বসত ঘরে আগুন

দিরাই প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব শত্রুতার জেরে একটি টিনের বসত ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ১১ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান ১১ টার দিকে ঘরটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। টিনের ঘরটির খুটি ও টিন পুড়ে বিকট শব্দ শুনতে পেয়ে প্রতিবেশি জাকির মিয়া, চানু মিয়া, হতিব উল্লাহ, আশিক জমির মিয়া, দৌড়ে এসে চিৎকার শুরু করেন।

বসত ঘরটির মালিক রাতে বাড়িতে না থাকায় ঘরের সন্তানদের নিয়ে অন্য বাড়িতে রাত্রিযাপন করিতেছিলেন পরিবার।

ওই সময়ে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করে ব্যর্থ হয়। দিরাই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে না যাওয়াতে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাইতে পরিনত হয়।

 

ঘরের মালিক শাহ-আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে রাজানগর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাস বাহিনীর ও মাদক কারবারির গডফাদার গোলাপ মিয়া আমার বসত ঘরটিতে আগুন দিয়েছেন। একটি ফ্রিজ, ২০০ মন ধান পুড়িয়ে দেওয়া, ঘরের মালামাল লুন্ঠন, করে নেয়।

স্থানীয় সুত্রে জানা যায় গোলাপ মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা চলমান রয়েছে।

ভুক্তভোগী শাহ-আলম জানান পুড়ে যাওয়া ঘর ও মালামালের ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা।

গোলাপ মিয়া জানান, তার সাথে আমাদের বিরোধ চলছে সত্য কিন্তু কখনও তাদের ঘরে আগুন দেওয়ার কথা ভাবতে পারিনি। তার কোন দোসররা এঘটনা ঘটাতে পারে।

উপজেলা ফায়ার সার্ভিসের ডিউটিরত অফিসার জানান, আমাদের টিম ঘটনাস্থলে ট্রলারের ব্যবস্থা নেই বলে যেতে পারি নাই।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।