টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু
শফিকুল ইসলাম স্বাধীন
বিশেষ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটকবাহী হাউসবোট থেকে পড়ে মাসুম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে হাওরপাড়ের ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন পাটলাই নদীতে পড়ে নিখোঁজ হয় মাসুম।
প্রায় তিন ঘণ্টা উদ্ধার তৎপরতার পর বিকেল ৫টায় একই স্থান থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুম সিলেট শহরের শেখঘাট নবাব রোড এলাকার কবির হোসেনের একমাত্র ছেলে।
স্বজনরা জানান, সিলেটের শেখঘাট নবাব রোড থেকে ২০ জনের একটি দল ‘লালন তরী’ নামের হাউসবোট ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। পথে মাসুম ও অপর এক শিশু নৌকার জানালার পাশে খেলছিল। এক পর্যায়ে চলন্ত হাউসবোটের জানালা দিয়ে মাসুম নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক শিশুটির বাবা পানিতে লাফ দিলেও তাকে খুঁজে পাননি।
নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তাহিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমদ জানান, দীর্ঘ চেষ্টার পর শিশুটির মরদেহ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :