স্টাফ রিপোর্টারঃ-
ভাটির রাজধানী বলে খ্যাত , বাউল,সাধক, কবি, সাহিত্যিক এবং বহু গুনী শিল্পীদের আবাসস্হল সুনামগন্জ জেলাধীন দিরাই উপজেলার যুক্তরাজ্যস্হ প্রবাসীদের
সর্ববৃহৎ সামাজিক সংগঠন “দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন, ইউকে” এই প্রথম মিডলেন্ডস এর বাঙ্গালী অধ্যুসিত বার্মিংহামে ফ্যামিলি গেডারিং এর আয়োজন করে ভূয়ুশী প্রসংশা অর্জন করেছে ।
গত ১১ই আগষ্ট দুপুর হওয়ার সাথে সাথে সুদুর লন্ডন, লুটন , ওল্ডহ্যাম , মানচেষ্টারসহ নানা প্রান্ত থেকে ছুটে আসেন পরিবার পরিজন নিয়ে প্রচুর দিরাই প্রবাসীবৃন্দ ।
দিনভর নানা ধরনের প্রতিযোগীতা, রাফেল ড্র , আর্ট কম্পিটিশন , বাউনসিং উপস্হিত শিশু , কিশোর , যুবক, যুবতী , পুরুষ এবং মহিলাদের উপস্হিতে বার্মিংহাম , আস্টন বাংলাদেশ মাল্টিপারপাস হল ছিল লোকে লোকারণ্য ,আস্টন এলাকা পরিনত হয় এক খন্ড দিরাইয়ে ।
সংগঠনের সম্মানীত সভাপতি মিজানূর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সর্দার আমীর খসরুর প্রানবন্ত উপস্হাপনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মনিরুল হক ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ এম. পি. ব্যারিষ্টার আইয়ুব খাঁন ।
আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন ইউকের সাবেক সভাপতি আব্দুল লতিফ জে.পি. কাউন্সিলার মমতাজ বেগম ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সিরাজউদ্দৌলা,শিক্ষাবিদ ফয়েজ ঊদ্দিন এম.বি.ই, কমিউনিটি নেতা সৈয়দ জমসেদ আলী , আতাউর রহমান , জমাদার উল্লাহ,মুজিবুর রহমান বাবুল , দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজ্শন ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া , সাবেক সাধারণ সম্পাদক খালেদ রেজা খাঁন,শাহ কামাল , জুয়েল আহমেদ , তাজ ঊদ্দিন , কবীর রশীদ , আবু বক্কর , মাহমুদুল হক।
একজিকিউটিভ কমিটির সভাপতি মিজানূর রহমান চৌধুরী , সাধারণ সম্পাদক সর্দার আমীর খসরু ,ট্রেজারার আক্তার হুসাইন , সিনিয়র সহ-সভাপতি সিজিল মিয়া , মোহাম্মদ জাহান মিয়া , মোহাম্মদ আব্দুল কাদির , সাজ্জাদ মিয়া , আতিকুর রহমান রুবেল, আউয়াল মিয়া , মিজানূর রহমান , এনামূল হক চৌধুরী , বুলন মিয়া , সৈয়দ জিয়াউর রহমান , লেছু মিয়া , আব্দুল গাফ্ফার , আক্তার হুসাইন ছবি , সাদ্দাম হুসাইন প্রমূখ ।
আরো উপস্হিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক , এটিএন বাংলা বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম ও বিঅন টিভি বার্মিংহাম প্রতিনিধি আহমেদুল কবীর ।
ইকবাল ভেনকুইটিং হলে মুখরোচক মধ্যাহ্নভোজ শেষে
আর্ট কম্পিটিশন ও রাফেল ড্র এ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয় ।
সংগঠনের সভাপতি মিজানূর রহমান চৌধুরী ও সংগঠনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বৃন্দ উপস্হিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
আপনার মতামত লিখুন :