মধ্যনগরে ১টি নৌকা ও বালু সহ গ্রেপ্তার ৮ থানায় মামলা দায়ের
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে মধ্যনগর সদর ইউনিয়নের অন্তর্গত সম্পদপুরের কালী মন্দিরের সামনে গুবরিয়া খালে ইজারাবিহীন বালু উত্তোলন কারী নৌকা ও অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ দুপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ১টি ইঞ্জিন চালিত স্টিলবডি নৌকা যার আনুমানিক মূল্য অনুমান ২লক্ষ,নৌকায় থাকা ৩ শত ঘনফুট বালু যার মূল্য ৯ হাজার সহ সর্বমোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য দুলক্ষাধিক টাকা।
গ্রেপ্তারকৃতরা তাহিরপুর উপজেলার রতনশ্রী ও কলাগাওয়ের মোঃতফছির হোসেন(২৬),মোঃনেকবর আলী(২০),মোঃ সম্রাট হোসেন(২১),মোঃ মফিজ আলী(২৫),মোঃ মুক্তার আলী(১৯),মোঃ কাউছার আলী(২৩),মোঃ শহর আলী(২০)মোঃ শাহানুর(২০)তাহিরপুর,
জেলা সুনামগঞ্জদ্বয় মধ্যনগর থানার মামলানং-০৩/৫৫,তাং-১১/৮/২৫ইং১৫(১) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর উপর আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃমনিবুর রহমান।
আপনার মতামত লিখুন :