দিরাইয়ে ৮ কেজি গাঁজা সহ গ্রেফতার ১


Harun Miah প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন /
দিরাইয়ে ৮ কেজি গাঁজা সহ গ্রেফতার  ১

দিরাইয়ে ৮ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

দিরাই প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. ওয়াসির (২৬), তিনি করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মোকতার মিয়ার ছেলে।

গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর আসিফ রানা অনিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল রাজানগর ইউনিয়নের জকিনগর এলাকায় অভিযান চালিয়ে ওয়াসিরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, আটক ওয়াসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।