খেলাফত মজলিস, বার্মিংহাম শাখার শূরা অধিবেশন ও পুন:গঠন সম্পন্ন।
মাওলানা আ ফ ম শুয়াইব সভাপতি ও হাফেজ আহমদ হুসাইন সেক্রেটারী পুননির্বাচিত।স্টাফ রিপোর্টারঃ-
১৪ জুলাই, রোজ- সোমবার, আস্টনস্থ দারুসসুন্নাহ হল রুমে খেলাফত মজলিস বার্মিংহাম শাখার শূরা অধিবেশন ও শাখা পুন:গঠন সম্পন্ন হয়। এতে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হোন- মাওনালা আ.ফ.ম শুয়াইব এবং সেক্রেটারি মনোনীত হোন- হাফিজ মাওলানা হুসাইন আহমেদ।
সেক্রেটারি হাফিজ মাওলানা হুসাইন আহমেদের সঞ্চালনায় পবিত্র আল-কোরান থেকে তেলাওয়াত করেন- ক্বারী আব্দুর রহমান বাহার। দারসে কোরআন পেশ করেন যুক্তরাজ্য নর্থের সেক্রেটারী মাওলানা এনামুল হাসান ছাবির।
যুক্তরাজ্য নর্থের সভাপতি- মুফতি তাজুল ইসলাম, সেক্রেটারি- মাওলানা এনামুল হাসান ছাবির ও অন্যান্য দায়িত্বশীলদের তত্ত্বাবধানে বার্মিংহাম শাখা দায়িত্বশীল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য পাঠ করান- মুফতি তাজুল ইসলাম।
অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব ইনামুর রহমান, আলহাজ্ব কবি মুফিদুল গনি মাহতাব।৪৫ সদস্য বিশিষ্ট কমিটির শুরা অধিবেশনে মনোনীত অন্যান্য দায়িত্বশীল গণ হলেন:
সহ সভাপতি- মাওলানা ক্বারী মুহাম্মদ মুনির।
সহ সভাপতি-আলহাজ্ব আব্দুল ওয়াদুদ
সহ সভাপতি- হাফিজ মাওলানা শাহেদ আহমদ
সহ সভাপতি- হাফিজ আনোয়ারুল হক
সহ সভাপতি- মাওলানা নজরুল ইসলাম
সহ সভাপতি- মইনুদ্দিন মুহাম্মদ ইকবাল
সহ সভাপতি- মাওলানা কাওসার আহমদ
সহ সভাপতি- আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আলী।
সহকারী সেক্রেটারি- মাওলানা আসাদুজ্জামান
বায়তুলমাল সম্পাদক- মাওলানা ইউসুফ বিন আকিল
সাংগঠনিক সম্পাদক- মাওলানা আব্দুশ শাকুর
যুব বিষয়ক সম্পাদক- হাফিজ মাওলানা শাফিউল ইসলাম
প্রকাশনা সম্পাদক- শাহেদ আহমদ
ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- বুরহান উদ্দিন
অফিস সম্পাদক- আলহাজ আব্দুশ শহিদনির্বাহী সদস্য গণ হলেন: হাফেজ মাওলানা কয়েছ আহমদ, মুহাম্মদ ছালিকুর রহমান,ক্বারী আব্দুল খালিক মুশতাক, সাদেক আহমেদ লস্কর, আলহাজ্ব তারেক রেজা চৌধুরী, আলহাজ্ব হান্নান উল্ল্যাহ, হাফিজ মাওলানা মনজুর আহমেদ, মুহসিন আহমেদ চৌধুরী, আব্দুর রহমান বাহার, আব্দুল মুসাব্বির, ফারুক মিয়া, মুহাম্মদ সাইফুল্লাহ , আলতাফুর রহমান, শাহ আলী আমজদ, আবিদুর রহমান, আলহাজ্ব রুস্তম আলী, আলহাজ্ব রজব আলী, আলহাজ্ব আব্দুল হক, হাফিজ ইকবাল আহমদ, কামরান আহমদ তালুকদার, আলহাজ্ব সাঈদ আলী, আলহাজ্ব আইয়ূব মিয়া, আলহাজ্ব আব্দুস সোবহান, আলহাজ্ব খলিলুর রহমান, মইনুল ইসলাম, মাখন মিয়া, আলহাজ্ব সিরাজুল ইসলাম, আলহাজ্ব মঈন উদ্দিন ও মুহাম্মদ নুর উদ্দিন। প্রমুখ।
আপনার মতামত লিখুন :