নীল কষ্ট 


Badruz Zaman প্রকাশের সময় : জুন ১১, ২০২৫, ২:৪০ পূর্বাহ্ন /
নীল কষ্ট 
সাব্বী সাবা
বিস্তৃর্ণ মরুভূমির এক চিলতে  বিভীষিকা আমি –
নাম না জানা বনো ফুল আমি –
যার কোন বর্ণ নেই গন্ধ নেই –
লোকায়িত সুভাষ ছড়াবো না কখনো-ই
এই লাজুক হৃদয় যখন কারো অপেক্ষায় ছিল –
বর্ষার কদমের গন্ধে কখন –
আবেগের লোক ধরিয়ে দিত –
না বলা নির্জীব কথাগুলো কখনো কাউকে –
বলার অপেক্ষায় থাকতো –
লাল নীল বাতির ভিড়ে যখন ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে-
আকাশের দিকে চেয়ে একটি সুখ তারার অপেক্ষা করতো –
সকালের এক বিন্দু শিশুর কণা- যখন আলোতে লোক ধরিয়ে দিত  –
কোকিলের ডাকে যখন মেলা বসন্ত পেরিয়ে যেত –
ফুলের কুড়িরা প্রস্ফুটনের   মুখ দেখতো-
নির্মল প্রকৃতি ও আমার  দিকে চেয়ে হাহাকার করতো-
শীতের কনকনে ঠান্ডায় বিচলিত মন যখন- তোমার অপেক্ষায় :-
চিক চিক করা সোনালী রোদ ও আমার দেখে অট্রহাসিতে   মেতে উঠতো –
রুপালী  বিকেলে মৃদু মন্দ মিষ্টি বাতাস –
আমার উপহাস করত –
তবু অপেক্ষায় যেন আর ফোরো ও  না -অপেক্ষা??
হিমালয় চূড়ায় উঠার মতো কঠিন -!!
উষ্ণ এই বুকে তোমার জন্য লালিত এই ভালোবাসা –
কষ্টের নীল খামেই  বন্দি হয়ে রইলো-
পড়ন্ত বিকেল ডাহুক ডাকা সন্ধ্যায় ও –
এলে   না তুমি –
অপেক্ষায় শত যোগ কেটে গেলে -ও
আসবে না তুমি –
তুমি তো- তুমি-
অপেক্ষায়মান সমান সময়ের কাছে –
জিতেছো তুমি –
আর পরাজিত এই আমি –
নীল কষ্টের করিডোরে দাঁড়িয়ে –
এক মঠো শিউলি হাতে-
শুধু তোমারই জন্য অপেক্ষায় ???