সুরমা সোসাইটির সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত-
স্টাফ রিপোর্টারঃ-
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় সুরমা সোসাইটির সম্মেলন-২০২৫। সদস্য সচিব আতিকুর রহমান রুবেল ও নির্বাহী সদস্য আং কুদ্দুস খানের প্রাণবন্ত উপস্থাপনায় সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল হক আবু।
হাফেজ আব্দুস সালামের পবিত্র কোরান তেলাওয়াতের
পরপরই সভার আনুষ্ঠানিকতা শুরু হলে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মামুনুল হক সাজু। এরপর একে একে বক্তব্য প্রদান করেন যুগ্ম আহবায়ক আব্দুর রউফ,দিরাই থানা ডেভেলপমেন্ট এর সভাপতি মিজানুর রহমান চৌধুরী,নূর মিয়া খলকু,আশিক মিয়া,কামরান সিকন্দরী,মামুনুল হক সাজু,সরদার আমির খসরু,শামসুল ইসলাম,আব্দুল কাদির জুয়েল,
আবু তারেক চৌধুরী,সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক সিজিল মিয়া,বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, আব্দুল বারী আযাদ,কামরান আলী,শাহ ইমরান হোসেন,আহমেদ রশিদ,গিয়াস মিয়া,পারভেজ আহমেদ,কামরুল আলী,মাহতাব মূমেন,আবুল খাস চৌধুরী,শাহীন মিয়া,সিরাজুল ইসলাম খান,সিরাজুল গোফরান চৌধুরী,শামসুল খান বাদশা,হাফেজ তারেক জায়গীরদার,সাজ্জাদুর রহমান,মাহ প্রমূখ ।
আপনার মতামত লিখুন :