গৌরবের ” মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডস্” এর কার্যকরী কমিটির প্রথম সভা (৪-৫-২৫ )রোজ রবিবার স্মলহীথ এর বিয়ালাউঞ্জে অনুষ্ঠিত হয়।


Harun Miah প্রকাশের সময় : মে ৮, ২০২৫, ৭:২৬ অপরাহ্ন /
গৌরবের ” মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডস্” এর কার্যকরী কমিটির প্রথম সভা (৪-৫-২৫ )রোজ রবিবার স্মলহীথ এর বিয়ালাউঞ্জে অনুষ্ঠিত হয়।

গৌরবের ” মাথিউরা ইউনিয়ন এসোসিয়েশন মিডল্যান্ডস্” এর কার্যকরী কমিটির প্রথম সভা (৪-৫-২৫ )রোজ রবিবার স্মলহীথ এর বিয়ালাউঞ্জে অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টারঃ-

সংগঠনের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদের পরিচালনায় সংগঠনকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে উপস্থিত শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ , কার্যকরী ও কার্যনির্বাহী সন্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন
সংগঠনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব জয়নাল আবেদীন ও মোঃ ফকরুল ইসলাম।
কার্যকরী কমিটির সহ-সভাপতি জনাব জয়নাল আবেদীন , সহ-সভাপতি জনাব আসলাম উদ্দিন , সহ-সভাপতি জনাব কয়েস উদ্দিন , সহ-সভাপতি জনাব জাহেদ হোসেন শাহীন।
সহ-সাধারন সম্পাদক জনাব রেজাউল করিম রেজা।
কোষাধ্যক্ষ জনাব মনিরুল হক।
সহ- কোষাধ্যক্ষ জনাব আঃ মন্নান।
সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন।
দপ্তর সম্পাদক জনাব আঃ লতিফ।
প্রচার সম্পাদক জনাব বেলাল উদ্দিন।
যুব সম্পাদক জনাব মহি উদ্দিন দুলাল।
সহ-যুব সম্পাদক নাসির উদ্দীন ( জবলু)।
ক্রিড়া বিষয়ক সম্পাদক জনাব আশরাফুল জামান।
দুর্যোগ ও এাণ বিষয়ক সম্পাদক জনাব সয়ফুল আলম ও
নির্বাহী সদস্য জনাব ফয়জুল ইসলাম।

সভার সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ সমর্থন জনিয়ে উপস্থিত থাকতে না পারায় অপারগতা জানিয়েছিলন উপদেষ্টা জনাব আজির উদ্দিন , উপদেষ্টা জনাব মিসবাহ উদ্দিন লোদী, উপদেষ্টা জনাব লুৎফুর রহমান , সহ-সভাপতি জনাব মৌলানা মাহবুব উদ্দিন , ওয়েলফেয়ার সম্পাদক জনাব জামিল আহমদ, নির্বাহী সদস্য জনাব শামীম উদ্দিন , জনাব হারুন উর-রশিদ ও জনাব ফয়সাল আহমদ।