মধ্যনগরেস ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান নূর নবীর অপসারণের দাবিতে মানববন্ধন


Harun Miah প্রকাশের সময় : মে ৬, ২০২৫, ৭:০৫ পূর্বাহ্ন /
মধ্যনগরেস ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান নূর নবীর অপসারণের দাবিতে মানববন্ধন

মধ্যনগরেস ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান নূর নবীর অপসারণের দাবিতে মানববন্ধন

কে এম শহীদুল, সুনামগঞ্জঃ-

পতিত সরকারের দালাল, দূর্নীতিগ্রস্থ দাঙ্গাবাজ, জনবিচ্ছিন্ন ও আত্মসাৎকারী , সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদারকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বিকেল ৫ টায় ইউনিয়নের মহিষখলা বাজারে ইউনিয়নের ১ নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও জনসাধারণের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সবুজ মিয়া, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান,১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল মোতালেব, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর শুকুর, আব্দুল সালাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সুজন মিয়া, মোঃ আব্বাস আলী, মজিবুর রহমান, মোঃ জমির উদ্দিন, মোঃ নায়েব আলী, সুরুজ আলী, রহমত আলী, মোঃ জুয়েল মিয়া, সুহেল মিয়া, আসিক আহমেদ, মতিউর রহমানসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা পতিত সরকারের দালাল, দূর্নীতিগ্রস্থ দাঙ্গাবাজ, জনবিচ্ছিন্ন ও আত্মসাৎকারী , সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী তালুকদারকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণ ও গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এর আগে ঐ দূর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে ৭জন ইউপি সদস্যের স্বাক্ষরিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এর কাছে প্রদান করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান অভিযোগ পেয়েছি তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।