সুনামগঞ্জে লড়ির চাপায় ঘটনাস্থলেই ড্রাইভারে মৃত্যু


Harun Miah প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন /
সুনামগঞ্জে লড়ির চাপায় ঘটনাস্থলেই ড্রাইভারে মৃত্যু

সুনামগঞ্জে লড়ির চাপায় ঘটনাস্থলেই ড্রাইভারে মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ-

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটর তীর থেকে সিমেন্ট বুঝাই লড়ি গাড়ি (মাহীন্দ্র) নিয়ে রাস্তায় উপরে উঠার সময় উল্টে গিয়ে লড়ির চাপায় ঘটনাস্থলেই ড্রাইভারে মৃত্যু হয়েছে।
নিহত ড্রাইভার মিজানুর রহমান(২৫) নামে উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটেছে বাদাঘাট উত্তর ইউনিয়নের গরকাঠি গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীর উপর নির্মাণাধীন শাহ আরেফিন -অদ্বৈত্য মৈত্রী সেতু এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গরকাঠি ইস্কন মন্দির সংলগ্ন আরেফিন -অদ্বৈত্য মৈত্রী সেতুর দক্ষিণ পাশ দিয়ে যাদুকাটা নদীর পাড়ে শিমুল বাগান মানিগাও ব্রিজের কাজের জন্য হ্যা মিম ইন্টারন্যাশনাল কোম্পানির রাখা শাহ সিমেন্ট বুঝাই করে মালড়ি গাড়ি নিয়ে নিচ থেকে উপরে উঠতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় লড়ি গাড়ির সামনের অংশ উল্টে পিচনের অংশের সাথে চাপ খায়। ওই দুই অংশের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই ড্রাইভার মিজান মারা যায়।