তরুণ সাংবাদিক নাঈম তালুকদার’র কলাম————-মুখে নয় কলমে আওয়াজ তুলি


Harun Miah প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৫, ৭:০১ অপরাহ্ন /
তরুণ সাংবাদিক নাঈম তালুকদার’র কলাম————-মুখে নয় কলমে আওয়াজ তুলি

তরুণ সাংবাদিক নাঈম তালুকদার’র কলাম————-মুখে নয় কলমে আওয়াজ তুলি

 

আপনি যদি ও কিছু না করেন, নিজের ভুলটা আগে ধরুন। আজকাল চারদিকে জ্ঞানীদের সমাহার,। নিজের বেলায় কোন খবর নাই অন্যেকে জ্ঞান দিতে মরিয়া উঠি আমরা। দুনিয়াতে আল্লাহ আটারো হাজার মাখলুকাতের মধ্যে আর্দশ জাতি হিসেবে আমাদের পয়দা করেছেন। কিন্তু আমরা মাঝে মধ্যে আমাদের মুখের কারণে আমরা আমাদের আর্দশকে ভূলে যাই। মানুষ সামাজিক জীব মানুষের চলা-ফেরার ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতেই পারে কারণ সর্বশেষে আমরা আদমের সন্তান। এই ধরাধামে মানুষজনের ভুল আছে। কারণ ভুলহীন একমাত্র হচ্ছে ইবলিশ। তাই অন্যের সমালোচন করার পূর্বে নিজের দিকে খেয়াল রাখা আমাদের অতীব জরুরী। সহীহ হাদিস শরীফে আছে, যে আপনি অন্যের ব্যাপারে সমালোচন বা নিন্দা করা হচ্ছে গীবত, যে মানুষের গীবত করবে, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে । তাই নিজেকে কিভাবে কন্টোল রাখা যায় এ ব্যাপারে সজাগ থাকা আমাদের অতীত জরুরী। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় চলমান সাংবাদিকতা নিয়ে কিছু কথা। আজকাল চারদিকে ভরপুর নামে বেনামে সাংবাদিকগণ। আপনারা জানেন রাষ্ট্রের চার নাম্বার স্তম্ভের অধীকারী হচ্ছেন স্বচ্ছ সাংবাদিকেরা। কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে চার দিকে সাংবাদিক। একটা মফস্বল এলাকায় সকলের যে সাংবাদিকতা করতে হবে তা কোন কথা নয়। যদি আজকাল জাতীর বিবেক সাংবাদিকের মধ্যে অনেকের কাছে সাংবাদিক শদ্বের পারিভাষিক বা আভিধানিক সংজ্ঞা’র ব্যাখ্যা দিতে বলা হয় অনেকেই আটকে যাবেন। সাংবাদিক বহু ওজন ওয়ালা শদ্ব যে কেউ যে সাংবাদিক লকব ব্যবহার করবেন এটা কি? মামু-গো বাড়ীর কলা। মনে কিছু নিবেন না। আমরা যে গতানুগতিক সংবাদ লিখি বা প্রকাশ করি যেটাকে ইংরেজীতে বলা হয় নিউজ, যদি কারো কাছে নিউজের মিনিং কি প্রশ্ন করা হয় অনেকের পায়জামা ঢিল হয়ে যাবে। সর্বপূরি যে কোন বিষয় অবগত হয়ে তার উপর সকলের চর্চা করা জরুরী। আপনি অন্যের সাথে তাল মিলিয়ে যে কোন বিষয় না জেনে প্রতিযোগীতায় আসবে না। কারণ যে বিষয়ে আপনি জানেন না তা নিয়ে পথচলা ও বোকামি। বর্তমান তথ্য পযুক্তির যোগে সকলেই প্রায় জ্ঞাত,। এখানে কেউ কাউকে জ্ঞান দিতে গেলেও প্রচুর প্রজ্ঞার প্রয়োজন। গণমাধমে আজ কাল কাজ করাটা চ্যালেঞ্জের ব্যাপার। প্রতিনিয়ত মনের মধ্যে কিছু না কিছু শংকাও উদিত হয়। বর্তমানে দিনে চারদিকে কাজের চেয়ে কথা বেশী। সরকারী বেসরকারি সকল শ্রেনীতে অন্যরকম পরিবেশ । সকল সেক্টরে নতুন পীরদের আবির্ভাব। স্ব-স্ব দায়িত্বশীলদের নতুন পীরদের নির্দেশনা মানতে হয়। তাই সকল ক্ষেত্রে সরকারী আমলাদের ও রয়েছে বিভিন্ন জটিলতা । মফস্বল বলেন আর রাজধানী বলেন সকল ক্ষেত্রেই ফেইসবুক সাংবাদিকদের ভরপুর। লাইভ বিডিও ওয়ালা অনাড়ীদের কারণে প্রায় সব জায়গাতেই মূল ধারার গণমাধ্যম কর্মীরা বিতর্কিত হচ্ছেন। আজকাল যদি ফেইসবুকে লাইভ ভিডিও দিয়ে সাংবাদিকতা ও দেশের মানুষের সকল সমস্যা তুলে ধরা যেত,। দেশের শীর্ষ দৈনিকের সম্পাদকগণ কলম ছেড়ে তারা লাইভ ভিডি নিয়ে ব্যস্ত থাকতেন। মোটকথা সাংবাদিকতা লাইভ ভিডি ও মুখের ধাপ্পা দিয়ে হয় না। সাংবাদিকতা হলো নিরব বিপ্লব। আপনার কথার চেয়ে লিখার মান উন্নত প্রয়োজন। এই পেশায় কেউ কাউকে ছোট করে দেখার নয়। যার হাতের কব্জা ও মস্তিষ্কে অন্যায় অসংগতির কথা ফুটে উঠে তিনি সাংবাদিক। লাইভ ভিডিও দিয়ে যদি আসলেই সাংবাদিকতা হইতো, শফিক রেহমান, আবেদ খান, দিপক চৌধুরী’র মতো মহোদয়েরা লিখনী পরিত্যাগ করতেন। পরিশেষে বলতে চাই পেশাগত কাজে মানুষের স্বার্থসিদ্ধির কিছুটা টান থাকতে পারে। কারণ আমার সোনার বাংলায় কয়জন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সৎ। তবে সৎ মানুষ আছেই বলে দুনিয়াটা আজ রয়েছে। আজকাল একটা বিষয় পুলিশ প্রশাসন সহ সকল জায়গাতেই শুনা যায় লোকে মুখে যে ব্যাঙের ছাতায় মতো নাকি চারদিকে সাংবাদিক। বিষয়টি একেবারে মিথ্যাও না। কারণ দিন দিন তথ্য প্রযুক্তি মানুষকে রাক্ষস বানিয়ে দিয়েছে। কাকে দিয়ে কোথায় কি হবে আমারা স্বার্থের জন্য যোগ্যকে বাদ দিয়ে অযোগ্যকে বসিয়ে দেই। প্রায় সময় দেখা যায় দেশের শীর্ষস্থানীয় দৈনিকের মফস্বল সম্পাদকেরা সামান্যে অর্থ খড়ির জন্য প্রতিনিধি দিয়ে দেন। পরে এই প্রতিনিধি কি করেন? না করেন তারা কি? খবর রাখেন । এটা আসলে মন্দনীয়। কারণ যে অঞ্চলের মফস্বল সাংবাদিকগণ যত সৎ সে এলাকা ততই উন্নত। আর কিছু ফেইসবুক প্রতিনিধি ওয়ালাদের প্রতিনিধি নিয়োগের বানিজ্যে সাংবাদিকতার এক ভয়াল বিপদ ও আসতে পারে। নামে বেনামে ওয়েব পোর্টাল খুলে হরদম গতিতে দিচ্ছে প্রতিনিধি নিয়োগ। কোন এলাকাতে ছাগল রাখাল, বাইক ড্রাইভার ও তাদের প্রতিনিধি হয়ে নিজে সাংবাদিক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন।
ঢাকায় বসে অনেকেই এক উপজেলায় বা জেলায় সামান্যে বিকাশ করলেই মিলে একদিনে প্রত্রিকার কার্ড। রাজধানী সহ প্রত্যেক এলাকার সিনিয়র সাংবাদিকদের অই সমস্ত দূর্নীতিবাজ সম্পাদক ও প্রতিনিধিদের বিরুদ্ধে সজাগ থাকা আমাদের অতীব জরুরী।

নাইম তালুকদার
গণমাধ্যম কর্মী: সুনামগঞ্জ….