শান্তিগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত


Harun Miah প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন /
শান্তিগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত

শান্তিগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে ঝড়ের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার নোয়াগাঁও গ্রামের জমশেদ আলীর ছেলে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫ টায় পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, ‘আজ বিকালে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে বাড়ির পাশের মাঠে চড়ানো গরু আনতে যায় দেলোয়ার হোসেন। গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতের আঘাতে মাঠেই লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে আমাদের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী দেলোয়ারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।