স্টাফ রিপোর্টারঃ-
বিশ্ব মানবতাকে উপেক্ষা করে মজলুম নিরীহ নারী শিশু হত্যায় মেতেছে ইসরাইলের কশাইগুলো। জাতিসংঘের তিব্র আপত্তি সত্বেও ফিলিস্তিনিদের উপর নারকীয় হত্যাযজ্ঞ অব্যহাত রেখেছে। অবিলম্বে এই নারকীয় হামলা বন্ধ করতে হবে। গতকাল খেলাফত মজলিস বার্মিংহামের এক বিক্ষোভ সমাবেশে বক্তারা একথাগুলো বলেছেন। বার্মিংহাম সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক
মাওলানা আব্দুশ শাকুর এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন ঃ-
যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম , কেন্দ্রীয় উপদেষ্টা ও ইউরোপের সহকারী পরিচালক
ক্বারী আব্দুল মুকিত আজাদ।
মাওলানা এখলাছুর রহমান , সহ সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আইয়ুব খান, আলহাজ্ব আব্দুল লতিফ জেপি , কেন্দ্রীয় উপদেষ্টা বি এন পি
আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ , সহ-সভাপতি যুক্তরাজ্য নর্থ
আলহাজ্ব এনামুর রহমান , সহ-সভাপতি যুক্তরাজ্য নর্থ
মাওলানা এনামুল হাসান সাবীর ,সক্রেটারী যুক্তরাজ্য নর্থ।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন
* আব্দুল খালিক , সাবেক কাউন্সিলর ও বিএন পি নেতা
* আলহাজ্ব আব্দাল মিয়
* সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন
* আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, মাওলানা শাহেদ আহমদ, সৈয়দ মুহাম্মদ আলী,
* সহকারী সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান,
রেভুলেশন অফ হিউম্যানিটির সভাপতি নুফাউজ রাইয়ান, আস্টন শাখা সভাপতি তারেকুর রাজা চৌধুরী, হ্যানসওয়র্থ সভাপতি হাজী হান্নান উল্লাহ, লজেন্স সভাপতি হাজী আব্দুস শহীদ। প্রমুখ।
*
আপনার মতামত লিখুন :