বিমসটেকের সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে সফর সঙ্গী সুনামগঞ্জের রুদ্র মিজান


Harun Miah প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন /
বিমসটেকের সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে সফর সঙ্গী সুনামগঞ্জের রুদ্র মিজান
  1. বিমসটেকের সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে সফর সঙ্গী সুনামগঞ্জের রুদ্র মিজান

নিজস্ব প্রতিবেদকঃ-

বিমসটেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অন্যান্যদের মধ্যে অংশ নিচ্ছেন সুনামগঞ্জের কৃতি সন্তান রুদ্র মিজান৷ এর আগে ২০২৩ সালে সাংবাদিক মিজান দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৮ ও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্সে অংশ নেন৷ রাজধানী ঢাকার বাসিন্দা রুদ্র মিজান সুনামগঞ্জের দিরাইয়ের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের পুত্র ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক৷ তিনি বর্তমানে শীর্ষ স্থানীয় গণমাধ্যম দ্য নিউজ এর নির্বাহী সম্পাদক৷ এর আগে দৈনিক মানবজমিনের ক্রাইম চিফ, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও দৈনিক ভোরের আকাশের ডেপুটি চিফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন৷

এবারের বিমসটেকের শীর্ষ সম্মেলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
আগামী ২ বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলন থেকে এ ঘোষণা আসবে৷ এ উপলক্ষে ২ এপ্রিল ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সাংবাদিক নেতা রুদ্র মিজান৷

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন জানান, এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা আগামী ৩ এপ্রিল ব্যাংককে পৌঁছাবেন। সম্মেলনে বাংলাদেশ আগামী ২ বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করবে৷

তিনি বলেন, এবারের সম্মেলন নতুন বাংলাদেশের জন্য বিমসটেকের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুন পদচারণা।

পররাষ্ট্রসচিব বলেন, প্রধান উপদেষ্টা আগামী ৪ এপ্রিল বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন শেষে ওইদিন দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

পররাষ্ট্রসচিব জানান, প্রধান উপদেষ্টা ওই ফোরামে বক্তব্য দেবেন। আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেক সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা বিমসটেক অঞ্চলের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নসহ এই অঞ্চলকে আর্থ-সামাজিকভাবে আরও উন্নত, টেকসই ও শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবেন।