কবি সোয়েব তালুকদার এর স্বরচিত কবিতা


Harun Miah প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ১১:০৩ অপরাহ্ন /
কবি সোয়েব তালুকদার এর স্বরচিত কবিতা

“মহান স্বাধীনতা”
—————সুয়েব তালুকদার।

স্বাধীনতা তুমি করেছ মোদের স্বাধীন
স্বাধীনতা ভুলিয়ে দিয়েছ আমরা পরাধীন
স্বাধীনতা তুমি অনেক রক্তের ঋণ
স্বাধীনতা তুমি করেছ মোদের স্বাধীন,
স্বাধীনতা তুমি যুদ্ধ নায়কদের বীজ বপন
স্বাধীনতা তুমি যুদ্ধাদের হাতে করা ক্ষেতের ফসল
স্বাধীনতা তুমি একা কারু বাবার নও
স্বাধীনতা তুমি আমাদের দেশের সবার হও,
স্বাধীনতা তুমি দিয়েছ যে স্বাধীনতা
স্বাধীনতা আমরা কি ভুলতে পারছি পরাধীনতা?
স্বাধীনতা তুমি যে উন্নত মম শীর
স্বাধীনতা এখনো নীচে কেন মোদের শীর?
স্বাধীনতা আমরা এখনো মাথা উঁচু করতে পারিনি
স্বাধীনতা আমরা এখনো অন্যকে ধরনা দিয়ে চলি,
স্বাধীনতা তুমিতো খুলা মনের কথা কউ
স্বাধীনতা তাহলে আমাদের কথায় কেন বাধাদেও?
স্বাধীনতা তুমি কি নাস্তিকের যুদ্ধের ফল?
স্বাধীনতা তুমি কেন হবে নাস্তিকের ভুগের ফসল?
স্বাধীনতা তুমিতো আমাদের গর্বের স্তম্ভ
স্বাধীনতা পুষ্প নিয়ে কেন তুমার গর্ব ভাঙ্গ?
স্বাধীনতা তুমিতো নিজেই আলোর জন্ম দাতা
স্বাধীনতা তোমাকে আলকিত করতে সাধারণ মোমবাতি কয় কথা?
স্বাধীনতা তুমি দিয়েছিলে একটি স্বাধীন সংবিধান
স্বাধীনতা এখন কেন কেড়ে নিচ্ছ সংবিধানের প্রাণ?
স্বাধীনতা তুমিতো শতভাগ মানুষের হাসি
স্বাধীনতা তাহলে তাদের কেন দিচ্ছ ফাঁসি?
স্বাধীনতা আমরা কি রয়েগেছি এখনো পরাধীন?
স্বাধীনতা তুমিই বলো আমরা কবে হব সম্পূর্ণ স্বাধীন???