যুক্তরাজ্যস্হ দিরাই প্রবাসীদের সর্বপ্রথম ও সর্ববৃহত সংগঠন দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন ইউকের উদ্দ্যোগে গত ১০/০৩/২০২৫ তারিখ রোজ সোমবার পূর্ব লন্ডনের একটি হলে ঐতিহ্যবাহী সংগঠন দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে -এর ঈফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিৃটেনের বিভিন্ন শহর থেকে সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত হন।
সংগঠনের সাধারণ সম্পাদক- সরদার আমীর খসরু -এর সঞ্চালনায়, শুভেচ্ছা বক্তেব্য সংগঠনের সভাপতি- মোঃ মিজানুর রহমান চৌধুরী আগত সম্মানিত সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংযম পালন ও মুসলিম উম্মাহর জন্য মোনাজাতের আহ্বান জানান।
প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বয়ান পেশ করেন মাওলানা মোহাম্মদ সালেহ আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ মিলিক মিয়া চৌধুরী, সাবেক সভাপতি লুৎফুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক ড. শামসুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব সরদার, দিরাই- শালা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে -এর সভাপতি মোঃ মহিউদ্দিন জগনু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন, সংগঠনের প্রবীণ মুরুব্বি প্রফেসর ওমর ফারুক , মোহাম্মদ আমিরুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, প্রফেসর আব্দুর রব নিক্সন চৌধুরী মিসবাহুল হক চৌধুরী, শাহ বখ্ত সরদার প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেনঃ- সিনিয়র সহ-সভাপতি সিজিল মিয়া , সহ সভাপতি ফয়সল মিয়া , কোষাধ্যক্ষঃ- আক্তার হুসাইন , সহ সাধারণ সম্পাদকঃ-ফরহাদ আলম , এ্যাডুকেশন সেক্রেটারীঃ-লিটন আহমেদ , কালচারাল সেক্রেটারীঃ-জাকির সরদার , পাবলিসিটি সেক্রেটারী জয়নূল হক এবং সংগঠনের কার্যকরি কমিটির সম্মানীত সদস্য সাজ্জাদূর রহমান , আব্দুল আউয়াল , মোতাল্লিব মিয়া , এনামূল হক চৌধুরী , বুলন মিয়া , আয়না মিয়া , আতিকুর রহমান রুবেল ও এ্যাডভোকেট আবুল হাসনাত ।
আরো উপস্থিত ছিলেন আতাউর রহমান বাদশা, সৈয়দ জিয়াউর রহমান, মুজিবুর রহমান বাবলু, আবুল হাসিম, মোঃ লেছু মিয়া, মোঃ আতাউর রহমান, জাহেদ আহমেদ, আলি আহমেদ, রুবেল আহমেদ, মোঃ বশির আহমেদ, জামাল আহমেদ, আখতার হোসেন ছবি চৌধুরী, শেখ জাকারিয়া, মোঃ কামরুজ্জামান, হীরা মিয়া তালুকদার, জানে আলম সরদার, মোঃ আবু গাফফার, মোঃ সোহেল আহমদ, মোঃ শামসুল ইসলাম, সুমন সরদার, আরিফ সরদার, মোহাম্মদ রাফি চৌধুরী, হাবিবুর রহমান, মোহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ সালেহ আহমদ, এনামুল হক, পাভেল চৌধুরী, নফল আহমেদ চৌধুরী, মিফতাদুল হক , মোস্তাক আহমেদ, মোঃ সুরুত মিয়া, সুজাত মিয়া, ইমরান আহমদ, শরীফ আহমেদ, নাসিম আহমেদ, রুহুল খান, সুমন চৌধুরী, জিলাল আহমেদ, আনোয়ার হক ফিরোজ, ইকবাল আহমেদ, পাভেল চৌধুরী, এবং সংগঠনের কার্যকরী কমিটির সকল সম্মানিত সদস্যসহ প্রায় ২০০শতাধিক সম্মানিত সদস্যদের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে।
পরিশেষে মুসলিম উম্মাহের শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ড. শোয়েব আহমেদ।
আপনার মতামত লিখুন :