সমাজ পতন হয় যখন!
-সেবক জাহেদ চৌধুরী।
শিক্ষার নামে কুশিক্ষা
চলছে হরহামেশা!
ধর্মের নামে অধর্ম
সর্বান্তরে বসা!
সংস্কৃতির নামে অপসংস্কৃতি
সমাজে বিদ্যমান,
রাজনীতি আজ নিবৃত কাঁদে
দুর্নীতির জয়গান!
নিঃশর্তের নামে স্বার্থপরতা,
সুনীতির পলায়ন!
অবিচার আজ মহা সাজে
হয়েছে আগমন!
হে সভ্য জাতি!
করেছো কী অনুধাবন??
ক্ষমতার নামে করছে শোষণ,
ভন্ড সমাজপতি!
গণতান্ত্রের নামে স্বৈরশাসন
হচ্ছে মূলনীতি!
প্রগতির নামে ভ্রান্ত দিশা
দ্রোহীরা আজ খেলছে পাশা!
হিসাব করে উন্নতির!
ভাগ্যে কী এই! ছিল জাতির??
স্বাধীনতার নামে পরাধীনতা,
কোথায় আজ সাম্য?
সমতার নামে দ্বৈতনীতি
সর্বত্রে বৈষম্য!
মানবিকতা গেছে মরে
সত্য ন্যায় আজ পরপারে!
বিশ্বাসের ঘরে ঘাতকের হানা
প্রেমের নামে প্রবঞ্চনা
তাড়িবে কেহ কী তাঁরে??
ফ্যাশনের নামে বস্ত্রহরণ,
বক্ষবস্ত্র ঊর্ধ্বোত্তলন!
এ কোন শালীনতা?
মানছে না কেহ ধর্মকথা!
কে শুনে কার কথা
উচিত কথা যায় না বলা
যথাতথা!
তবুও… বলি
হে মানুষ!
মোহের মায়ায় রাঙাছো ভুবন
দেখছো অলিক স্বপন
বিভোর নিদ্রায়।
জাগো হে মানুষ!
শ্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি
হয়েছো- বিধায়!
(আংশিক)
রচনাকাল – ৩ জানুয়ারি ২০২৫
আপনার মতামত লিখুন :