দিরাইয়ে স্কুল বন্ধ ,ঝুলছে জাতীয় পতাকা


Harun Miah প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন /
দিরাইয়ে স্কুল বন্ধ ,ঝুলছে জাতীয় পতাকা

দিরাইয়ে স্কুল বন্ধ ,ঝুলছে জাতীয় পতাকা

দিরাই প্রতিনিধিঃ-

বিদ্যালয় বন্ধ করে সবাই গেছেন ধলের মেলায় উড়ছে জাতীয় পতাকা
দিরাই উপজেলার কুলন্জ ইউনিয়নের পিতাম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে শিক্ষক-শিক্ষিকারা গিয়েছেন ধলের মেলায় । এতে বিদ্যালয় বন্ধ থাকলেও উড়তে দেখা গেছে জাতীয় পতাকা।

বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয় বন্ধ থাকলেও উড়ছে পতাকা।

সরেজমিন ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পিতাম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষ তালাবদ্ধ। তবে ছিলনা কোনো শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা।তবুও বিদ্যালয়ে উড়ছিলো পতাকা।

অথচ জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী (সংশোধিত ২০১০) বিদ্যালয় ছুটির পর জাতীয় পতাকা না নামানো পতাকার প্রতি অবমাননা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এমন কাণ্ডে স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকদের কাছে। স্থানীয় লোকজন অনেকেই জানান, শুধু স্কুল খোলার দিন নয় বন্ধের দিন আমাদের স্কুলের পতাকা উড়তে থাকে।

জানা যায়, বুধবার উপজেলার ধল গ্রামে বিরাট মেলা ছিলো, দুপুর ১টা থেকেই মেলা ও শিক্ষকদের পারিবারিক কাজ থাকায় তারা দায়িত্বের প্রতি অবহেলা করে ছাত্র/ ছাত্রীদের স্কুল ছুটি দিয়ে চলে যান।

 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শুয়েব আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি জরুরী কাজে দিরাইয়ে আছি। পতাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিক শুনে লাইন কেটে দেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস বলেন, আমি খবর নিয়ে দেখতেছি।

দিরাই প্রতিনিধি
তাং ১৯/০২/২৫
০১৭১০৬১৮১৪২