ব্রিস্টলে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন। ঐক্যবদ্ধ ভাবে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে——- মুফতি তাজুল ইসলাম।


Harun Miah প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন /
ব্রিস্টলে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন।  ঐক্যবদ্ধ ভাবে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে——- মুফতি তাজুল ইসলাম।

স্টাফ রিপোর্টারঃ-

আমাদের প্রিয় মাতৃভূমি বহুমুখী ষড়যন্ত্রের শিকার, পাঁচই আগস্ট বিপ্লবের পর নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে পতিত স্বৈরাচারের দোসর রা। গতকাল যুক্তরাজ্যের ব্রিষ্টলে প্রথমবারের মতো খেলাফত মজলিসের কমিটি গঠন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম একথাগুলো বলেন। স্হনীয় ব্রিস্টল শহরের চিলি মাসালা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য নর্থের সহ সেক্রেটারি আ ফ ম শুয়াইব।

বক্তব্যে রাখেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হাবীবুর রহমান বার্মিংহাম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুলশ শাকুর।

সভায় সবার পরামর্শের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নব নির্বাচিত দায়িত্বশীলরা হলেন।
সভাপতি : মোহাম্মদ আজিজুর রহমান
সহ সভাপতি : রফিকুল বারী।
সাইফুল ইসলাম।
সাকিব নোমানী
সেক্রেটারি : সৈয়দ আহসান জামিল।
সহ সেক্রেটারি : সজিব হুসেন৷
বায়তুলমাল সম্পাদক : সিরাজুল হাসান৷
সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ ফখরুল হুসেন৷
প্রশিক্ষণ সম্পাদক : মাওলানা জাবেদ আহমেদ
প্রচার সম্পাদক : নাজমুল ইসলাম।
অফিস সম্পাদক : মাহমুদ হুসাইন।
সদস্য: ফরহাদ আহমেদ আব্দুর রহিম মাহমুদ।

উক্ত সভার ১০ জন ভাই খেলাফত মজলিসের লক্ষ্য ও উদ্দেশ্যে সাথে একমত পোষণ করে প্রাথমিক সদস্য ফরম পুরণ করে সংগঠনে যোগদান করেন।