দিরাইয়ে তাজ ফাউন্ডেশন’র উদ্দ্যোগে শীত বস্ত্র বিতরন সম্পন্ন


Harun Miah প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৮:৩৩ পূর্বাহ্ন /
দিরাইয়ে তাজ ফাউন্ডেশন’র উদ্দ্যোগে শীত বস্ত্র বিতরন সম্পন্ন

মোহাম্মদ বদরুজ্জামান বদরুলঃ-

দিরাই উপজেলাধীন তাড়ল ইউনিয়ন এর ভাটি ধল হাজী বাড়ীর কৃতি সন্তান মরহুম তাজ উদ্দীন ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় শীতার্থদের মধ্যে গত ২৩শে জানুয়ারী ১৫০জন শীতার্থ কে শীতের জ্যাকেট বিতরন করা হয় ।
সার্বিক তত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আনোয়ার হুসাইন ।

মরহুম তাজ উদ্দীন সাহেবের সন্তান বিশিষ্ট সমাজসেবক , শিক্ষানুরাগী , দানশীল ব্যক্তিত্ব দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন , ইউকের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মিয়া ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ শীপন মিয়া তাদের মরহুম পিতার নামে ফাউন্ডেশন গঠন করে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে মানবতার সেবার অঙ্গীকার নিয়া কার্যক্রম শুরু করেন ।
সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ শাহীন মিয়া ও মোহাম্মদ শীপন মিয়া ।
সমাজের অসহায় মানুষদের পাশে সবসময় সবাইকে এগিয়ে আসার জন্যে অনুরুধ জানান ।