কাউয়াজুরী মডেল মাদ্রাসার উদ্ভোধনী অনুষ্টান সম্পন্ন।


Harun Miah প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন /
কাউয়াজুরী মডেল মাদ্রাসার উদ্ভোধনী অনুষ্টান সম্পন্ন।

মোঃনাছির উদ্দিন সিনয়র রিপোর্টার দিরাই,সুনামগন্জঃ-

গতকাল ১৮-০১-২৫ ইংরেজী রোজ শনিবার সকাল ১০ঘটিকায় কাউয়াজুরী মডেল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, অভিভাবক সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ দিরাই উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও বি এসএফ দিরাই সুনামগন্জ এর চেয়ারম্যান মাওঃডাঃনাছির উদ্দিন সিদ্দীকি সাহেব, বক্তব্য রাখেন জগদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব নুর আলম মেম্বার অনুষ্টান সন্চালনা করেন মাওঃকবি সাইফ আসওয়াদ উপস্থিত ছিলেন মাওঃনুর ইসলাম সোলাইমান মাওঃআলী হাফিজ,মাওঃইসমাঈল হোসেন সিরজী, হাজী মর্তুজ আলী সাহেব ও কাউয়াজুরী গ্রামের মরুব্বীয়ান যুবক ও উক্ত মাদ্রাসার শিক্ষক অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ। পরিশেষে মিলাদ মাহফিল শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা দোয়া করেন কাউয়াজুরী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আব্দুল মুছাব্বির সাহেব।