দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আয়োজিত Winter Badminton Tournament 2025 সফলভাবে সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ-
গত ৫ জানুয়ারি ২০২৫, রোববার, দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আয়োজিত Winter Badminton Tournament 2025 যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিরাই ও শাল্লার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টে ২০টি দল অংশগ্রহণ করে। সকাল ১০.৩০ টায় শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনালে দীর্ঘ প্রতিযোগিতার মধ্য দিয়ে দুইটি দল উঠে আসে। ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ।
এক দলে ছিলেন রয়েল মিয়া এবং বিপ্লব চৌধুরী
অপর দলে ছিলেন মাহবুব এবং হাসনাত ।
ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন জাবেদ সরদার এবং আব্দুল্লাহ মুহিন
কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর চ্যাম্পিয়ন হন রয়েল মিয়া এবং বিপ্লব চৌধুরী আর রানার্সআপ হন মাহবুব এবং হাসনাত ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জনাব হুমায়ুন খান।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান লিটন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মোঃ আল-আমিন ।
চ্যাম্পিয়নদের পুরস্কারটি স্পন্সর করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক জনাব শাহিয়ান সরদার। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ৫০০ পাউন্ড নগদ অর্থ ও একটি করে ট্রফি। এছাড়াও এই টুর্নামেন্ট সফল করতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।
রানার্সআপ পুরস্কারটি স্পন্সর করেন জনাব সফিকুল ইসলাম, যা ছিল ৩০০ পাউন্ড নগদ অর্থ ও একটি করে ট্রফি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
দিরাই শাল্লার নেত্রী বৃন্দ ………।
দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেনঃ
সর্ব জনাব হিরা মিয়া তালুকদার
মিজান সর্দার
সিজিল মিয়া
রবিন চৌধুরী
ডাক্তার মাসুক আহমেদ
জাবেদ সর্দার
শাহীন মিয়া
শাহান তালুকদার
অন্যান্য সম্মানিত সদস্য এবং সংগঠনের প্রায় ১০০ থেকে ১৫০ জন সদস্য।
সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান লিটন এই টুর্নামেন্ট সফল করতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা ও অনুপ্রেরণা কামনা করেছেন।
Winter Badminton Tournament 2025 শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি দিরাই ও শাল্লার প্রবাসী কমিউনিটির ঐক্য ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :