দিরাই থানায় অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ ১ জন গ্রেফতার
দিরাই প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলার দিরাই থানা পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ মো. নুর মিয়া (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নুর মিয়া বিশ্বম্ভরপুর থানার জিনারপুর গ্রামের বাসিন্দা।
সোমবার (৬ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানাধীন কর্ণগাঁও বাজারে রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নুর মিয়ার কাছ থেকে ২২ বোতল AC BLACK এবং ২৪ বোতল MAGIC MOMENTS নামীয় ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত নুর মিয়ার বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :