খেলাফত মজলিস বার্মিংহাম শাখার উদ্যোগে সংগঠনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টারঃ-
গত সতের বছর ফ্যাসিবাদ বিরোধি প্রতিটি আন্দোলনে খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শত আত্মত্যাগের বিনিময়ের অর্জিত গনবিপ্লবের পর নতুন স্বাধীনতার পরে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
বার্মিংহাম খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত স্হানীয় লজেন্স এর গুলশান সুইটে শাখা সভাপতি আ ফ ম শুয়াইবের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আহমদ হুসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ একথা গুলো বলেন,
তিনি আরো বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নায়কদের মুল্যায়ন করতে হবে এবং শেখ হাসিনাকে গুম খুন হত্যার বিচারের মুখোমুখি করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলামের সহ সভাপতি শায়েখ মাওলানা এখলাছুর রহমান, খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম, বিএন পি মিডলেন্ডস সভাপতি সৈয়দ জমশেদ আলী, খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথের সেক্রেটারি মাওলানা শাহ মিজানুল হক, নর্থের সেক্রেটারি মাওলানা এনামুল হাসান ছাবির, নর্থের সহ সভাপতি আলহাজ্ব ইনামুর রহমান, আলহাজ্ব সৈয়দ কবির আহমদ,গ্রেটার সিলেট এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খছরু খান,
মুসা বিন শুয়াইবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে আন্যন্যদের মধ্যে রাখেন
যুক্তরাজ্য সাউথের সহ সেক্রেটারি ক্বারী আব্দুল করীম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির,নর্থের সাহিত্য সম্পাদক কবি আলহাজ্ব মুফিদুল গনি মাহতাব,যুক্তরাজ্য সাউথের সাংগঠনিক সম্পাদক ড আজাবুল হক,লন্ডন মহানগরী সহ সভাপতি মাওলানা নুফাইছ আহমদ বরকতপুরী,কেমব্রিজের সভাপতি মাওলানা নোমান উদ্দিন, মাওলানা আনিছুর রহমান, সহ সেক্রেটারি মাওলানা দিলওয়ার হুসাইন,বার্মিংহামের সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, মাওলানা সৈয়দ সুলতান মাহমুদ,শায়খ মুহাম্মদ মনির,
মাওলানা হাফেজ হাবীবুর রহমান,আলহাজ্ব আব্দুল গনি, হাফেজ আনোওয়ারুল হক, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, সহ সেক্রেটারি আলহাজ্ব মইনুদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুশ শাকুর, মাওলানা সাইফ রহমান, মাওলানা হাফেজ শাফিউল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান,হাজী হান্নান উল্লাহ, হাজী আব্দুশ শহীদ,হাজী সৈয়দ তারেকুর রাজা চৌধুরী, মুহাম্মদ বুরহান আহমদ মাওলানা মকছুদ আলম। প্রমুখ।
উপস্থিত ছিলেন কমিউনিটির ভিবিন্ন নেতাদের মধ্যে আবু নওশাদ, আলহাজ্ব কলিমউল্লাহ বকুল, হাফেজ শাকির হুসাইন।
আপনার মতামত লিখুন :