দিরাইয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উদ্বোধন ও লিফলেট বিতরণ
দিরাই ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উদ্বোধন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
৫ জানুয়ারি ( সোমবার) সকাল ১১ঘটিকায় দিরাই হাসপাতাল পয়েন্টে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপিত লিফলেট বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাভেদ,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, সাবেক সমাজ সেবা সম্পাদক মাসুক মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ তালুকদার, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরী, সদস্য সচিব রাকিব মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, নুর আহমদ তালুকদার সহ দিরাই উপজেলা, পৌর বিএনপি ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল,ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :