💐কিছু মুহূর্তের অনুভূতি💐
শিখা আহমেদ
শুধু আমি নেই বলে,
প্রিয় কিছু মুহূর্ত ও নেই তোমার জীবনে।
একদিন অনুভব করবে তোমার জীবনে সব আছে,
কেবল একটা মানুষ নাই, নেই সেই সর্বজয়ার হাসিটা।
যেটা সে হেসে ছিলো তোমাকে পেয়ে সব পাওয়ার আনন্দে।
তোমার আলিঙ্গনে আবদ্ধ হয়ে ।
হাতে অফুরন্ত সময় আছে, নিশ্চিত একটি জীবন আছে। ভালো চাকরি, দারুণ খাবার তৈরি করে,
খাওয়ানোর মতো দক্ষ বাবুর্চি আছে ।
শুধু তোমাকে নিয়ে ভাবতে ভাবতে অস্থির হয়ে
অসুস্থ হয়ে পড়া প্রিয় মানুষটা থাকলো না।
দামি ফোনে লিস্ট ভর্তি পছন্দের গান আছে,
রাস্তায় ট্রাফিকের সবুজ বাতি জ্বলতেই ,,
সাই করে ছুটে চলার মতো দামি গাড়ি আছে।
সবই আছে… শুধু তোমাকে নিয়ে পাগলামি করার
তোমাকে নিয়ে তোমার কাছে বায়না ধরার মানুষকে
আর পেলে না,, কি করবে তখন??
তখনো কি মানুষটার জ্বালা সহ্য করতে হবেনা ভেবে
স্বস্তির নিশ্বাস ফেলবে,??
নাকি তার অভাবে অভাব বোধ জাগবে?
তবুও ভীষণ অবেলায় অনুভব করবে
হঠাৎহাহাকার জীবনে একটা মানুষ নেই !!!
ফিরে আসার বায়না ধরবে,,,
তুমি ই এবার ঠিক তাহার মতোই করে এবার।
তখনো তুমি ফিরে আসবে না পেয়ে ,
বায়না আবদার না পূরনের কষ্ট নিয়ে তাহার মতোই।
থাকবে না কেউ তোমার অপেক্ষায় জেগে রাত।
যে মানুষের জন্য তোমার খুব একটা সময় ছিলো না।
যে মানুষ’টা ঘড়ির কাটা থামিয়ে রাখতো
তোমায় একটিবার দেখার অপেক্ষায়!
কালের গর্ভে হারিয়ে গেছে তার সকল অস্থিরতা।
আর এখন সেই চোখগুলো আর দেখতে চায় না তোমায়।
থাকে না আর একটিবার তোমায় দেখার অপেক্ষায়!
আপনার মতামত লিখুন :