কবি সানজিদা বিনা’র স্বরচিত কবিতা


Harun Miah প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ৬:৩৩ পূর্বাহ্ন /
কবি সানজিদা বিনা’র স্বরচিত কবিতা

অনুভব,
কবি সানজিদা বিনা
তারিখ,২৭,১২,২০২৪

হঠাৎ যদি বৃষ্টি নামে,
জানালা দিয়ে বাড়িয়ে দিও,,
তোমার দুটি হাত!
আমি তখন বৃষ্টি হয়ে খুঁজবো,,
তোমায় ছোঁয়ার অজুহাত!!

সময় চুরি হয়ে যায, পরিস্থিতির নিরিখে!
যতই থাকুক দূরত্ব, ভুলে যাওয়া,,
খুবই কঠিন, মনে রাখার থেকে,,
আবার যখন দেখা হবে, পাতা ঝরার দেশে!
ভালোই আছি, বলবো তোমায় আগের মতই হেসে!!

ভালো আছি, ভালো থাকার ভিন্ন দুটি মানে,,
সত্যি কোনটা ভালো থাকা,, অভিমানই জানে,,
কারো কাছে শূন্য তুমি,, কারো কাছে সব
অনুভূতি যে যার মত করবে,, অনুভব!!