কবি সানজিদা’র স্বরচিত কবিতা


Harun Miah প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন /
কবি সানজিদা’র স্বরচিত কবিতা

এই জগত সংসারে

কবিঃ সানজিদা বিন

কপলে পড়েছি লাল টিপ,
নয়নে দিয়েছি কাজল।
দেখিনা বাতাসে, দাগ কেটে যায়,
মোর শাড়ির আচল।

চিকন কমল তরুলতা,
আমি যে আজও রয়েছি,
সেই তরুণী লতা।
কোমল হাতে , দিতে পারিনি।
মেহেদির ছিটে ফোটা।

রেশমী চুলে উড়িয়ে চলেছি।
কতশত জবা ফুলের তোড়া।
দেখেছি তোমার নয়নের ঝলক।
মম নয়নে ফেলিতে পারিনি।
নয়নের পলক।
সেই থেকে হলাম উদাসিনী।
বাউলা কেসে সংসার ত্যাগী।
ঘুরে ফিরি পথের বাঁকে।
তোমার দিশা নাহি মিলে আহারে মায়ার বাঁধন।
কত নিশি গেল বৃথা।
মোর নিদ্রা তব কাননে।
এই বুকে ফুটিয়েছিলুম ফুল।
তোমারি কাননে,
তব থাকিবো সারা জনম।
তোমারি পথ চেয়ে,
এই জগত সংসারে।