অভিনয় করে,
কবি সানজিদা বিনা
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যখন
আমার কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলবে
সেটাই হবে ,আমার জীবনের শেষ সম্বল
এই অনন্ত অপেক্ষার লীলাভূমিতে
আমাকে রোজ জ্বালিয়ে পুড়িয়ে
অঙ্গার করেছো
বুকের আড়াই ইঞ্চি হৃদয়ে , এতোটুকু অবশিষ্ট নেই
পুড়ে যাওয়ার ক্ষত, দীর্ঘশ্বাস ফেলে
দেয়ালে পিঠ ঠেকাতে গিয়ে দেখি
ঝলসে গেছে, পুড়ে গেছে, পুরো দেহ
তোমাকে না দেখা,আমার কল্পনার চোখও
পুড়ে ছাই হয়ে গেছে
তুমি ছাড়া ,বাদবাকি সব ঘোর অন্ধকার
তুমি যে সুখে রাখার নাম ভালোবাসা বলেছিলে
আসলে , সে ভালোবাসার নাম জলন্ত শিখা ছিল
আমি তোমার মিথ্যে ভালোবাসার যত্নের কাছে
নিজেকে সঞ্চায়িত করেছিলাম
অবশেষে তুমি আমার জীবনের
রঙিন স্বপ্নগুলোর সাথে
পৃথিবীর অদৃশ্যমান,অবহেলার ছুরির আঘাতে
পুরো নিঃশেষ করে দিয়েছো
তোমার মিথ্যে ভালোবাসার ভালো রাখা
ভালোবাসা নামক অভিনয় করে
আপনার মতামত লিখুন :