বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ শান্তিগন্জ উপজেলা শাখার অভিষেক অনুষ্টান সম্পন্ন।
মোঃনাছির উদ্দিন সিনিয়র রিপোর্টার সুনামগন্জ জেলাঃ-
বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ শান্তিগন্জ উপজেলা শাখার অভিষেক অনুষ্টান ২১-১২-২৪ইং আক্তাপাড়া ফাজিল মাদ্রাসায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল ইসলাহ সুনামগন্জ জেলার মুহতারাম সভাপতি অধ্যক্ষ্য মাওঃতাজুল ইসলাম আলফাজ বিশেষ অথিতি হযরত মাওঃমঈনুল হক সাহেব সহ সভাপতি আল ইসলাহ সুনামগন্জ জেলা,মাওঃমোস্তাক আহমদ সাংগঠনিক সম্পাদক সুনামগ্জ জেলা,ডাঃমাওঃনাছির উদ্দিন সিদ্দীকি সভাপতি দিরাই উপজেলা আল ইসলাহ, মাওঃনুর আহমদ সহ সভাপতি জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ বক্তব্য রাখেন মাওঃআবুল কাশেম সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক শান্তিগন্জ উপজেলা আল ইসলাহ সভাপতিত্ব করেন মাওঃমুফিদুক হক সাহেব সভাপতি শান্তিগন্জ উপজেলা অনুষ্টান সন্চালনা করেন মাওঃ তাজ উদ্দিন আহমদ তাজুদ সাধারন সম্পাদক শান্তিগন্জ উপজেলা আরো উপস্থিত ছিলেন শান্তিগন্জ উপজেলার আল ইসলাহ ও তালামীয নেতৃবৃন্দ। অনুষ্টানে নবনির্বাচিত সকল সদস্যকে শপথ বাক্য পরান অনুষ্টানের প্রধান অতিথি মাওঃ তাজুল ইসলাম আলফাজ।পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন অধ্যক্ষ্য মাওঃমঈনুল হক সাহেব।
আপনার মতামত লিখুন :