দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্দ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ৫ই জানুয়ারী


Harun Miah প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৪, ৫:২৭ পূর্বাহ্ন /
দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্দ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ৫ই জানুয়ারী

মোহাম্মদ হারুন মিয়া, যুক্তরাজ্যঃ-

ভাটি বাংলা বলে সুপরিচিত যুক্তরাজ্যস্হ দিরাই-শাল্লাবাসীর একমাত্র আর্ত মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্দ্যোগে এক চ্যারেটি ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে আগামী ৫ই জানুয়ারী ২০২৫ইংরেজী ।

প্রতিযোগীতা দুপুর ১১ঘটিকায় শুরু করে বিকেল ৬ঘটিকায় সমাপ্ত হবে ।

প্রতিযোগীতায় ১ম পুরষ্কার £500 ( পাঁচ শত পাউন্ড ) এবং ২য় পুরষ্কার £300 ( তিন শত পাউন্ড )

বৃটেনের বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান লিটন বলেন প্রতিযোগীতা অতি জাঁকজমকপূর্ণ হবে এবং প্রতিযোগীতায় অত্যন্ত সচ্চতা বজায় রেখে ব্যাডমিন্টন খেলার নিয়ম মেনে খেলা পরিচালিত হবে ।

দিরাই-শাল্লা কালচারাল এন্ড এসোসিয়েশন ইউকে প্রতি বৎসর চ্যারেটি ব্যাডমিন্টন এর আয়োজন করে আসছে এবং প্রতিয়োগীতায় সংগ্রীহিত অর্থ আর্ত মানবতার কাজে ব্যায় করা হয় ।

সংগঠনের সভাপতি মহিউদ্দীন জগনু , সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন , ট্রেজারার মিজান সর্দার  বৃটেনে অবস্তানরত  সকল সদস্য এবং সকল ক্রীড়ামোদীদের উপস্হিত হওয়ার জন্যে আহ্বান জানিয়েছেন ।