মোহাম্মদ বদরুজ্জামান,বদরুলঃ-
ভাটি এলাকা বলে পরিচিত সুনামগন্জ জেলাধীন,দিরাই উপজেলার , কুলন্জ ইউনিয়নের নাচনী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৩ সালে পিতা মরহুম হাজী তারিফ উল্লাহ’র ঘর উজ্জ্বল করে জন্ম গ্রহন করেন দানশীল মোহাম্মদ জমাদার উল্লাহ ।
দানশীল মোহাম্মদ জমাদার উল্লাহ ১৯৭৭সালে স্হায়ীভাবে বসবাসের জন্যে যুক্তরাজ্যে গমন করেন ।
যুক্তরাজ্যে বসবাসের পাশাপাশি বিভিন্ন সেক্টরে কাজ করেন , তিনি বাংলাদেশীদের সর্ববৃহত কেটারিং ইন্ড্রাসটিতে কাজ করেন এবং কাজের অভিজ্ঞতা নিয়ে কেটারিং ব্যবসায় জড়িয়ে পড়েন , দানশীল মোহাম্মদ জমাদার উল্লাহ বর্তমানে একজন সফল কেটারিং ব্যবসায়ী হিসেবে মিডলেন্ডসে অতি পরিচিত মূখ ।
দানশীল মোহাম্মদ জমাদার উল্লাহ স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করলেও তার মন পড়ে রয়েছে জন্মভূমি বাংলাদেশে ।
জন্মভূমি বাংলাদেশে নিজ এলাকার উন্নয়নে মনোনিবেশ করেন , এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল , কলেজসহ , রাস্তাঘাটের উন্নয়নে বলিষ্ঠ অবদান রেখে আসছেন ।
নাছনী গ্রামে প্রচুর অর্থ ব্যায়ে নির্মিত নতুন নয়নাবিরাম আধুনিক মসজিদ নির্মানে একজন বড় দাতা হিসেবে পরিচিত দানশীল মোহাম্মদ জমাদার উল্লাহ ।
মসজিদের অতি চমতকার কারুকার্জ দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রচুর দর্শক মসজিদটি পরিদর্শন করেন ।
দানশীল মোহাম্মদ জমাদার উল্লাহ প্রচুর অর্থ ব্যায় করে নিজ গ্রামের কবরস্থানের দেয়ালে একটি অতি সুন্দর গেইট নির্মান করে প্রচুর সুনাম অর্জন করেন , জানাগেছে এত সুন্দর কবরস্তান গেইট এলাকার আর কোথাও দেখা যায়নি ।
দানশীল মোহাম্মদ জমাদার উল্লাহ তার পরিবারের সবার জন্যে দোয়া কামনা করে বলেন , মহান রাব্বুল আল-আমীন আমাকে তৌফিক দিলে আজীবন সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ ।
আপনার মতামত লিখুন :