যদি আসো ফিরে
কবি শিখা আহমেদ
আবার যদি কখনো তুমি হয়ে যাও একা,
কেউ যদি না থাকে জীবনের গহীন আঁধারের সঙ্গী হয়ে
তোমার জীবনকে ধারন করতে সে দিন ।
তুমি ধ্বংসের দুয়ার থেকে ফিরে এসো আমার কাছে,,
আমি আবারো তোমাকে একা করে দিয়ে ভালোবাসবো।
যাতে তোমার চারপাশে আমি শুধু আমাকেই দেখতে পাই।
আমি তোমাকে আমার ভিতরে
অনাবৃত করে ভালোবাসতেছি তাই তো তোমায়
ফিরে চাই বারবার আমার মধ্যে আবার।
আবারো তোমাকে আমার সর্বগ্ৰাসি ভালোবাসা দিয়ে,
তোমায় আবদ্ধ করে ভালোবাসবো।
তবে আবারো কভু যদি বলো ভালোবাসি ,
,বলো যদি ভালোবাসো ,,তবে তা বলো না
তবে শোন!!তুমি আমার কাছে শীর্ষ হৃদয়ে শীর্ণকায় কিশোরী মনের সেই ভালোবাসা আর পাবে না ।
সেখানে আজ জমাট বেঁধেছে সর্বগ্ৰাসী মেঘ
উশৃঙ্খল হয়েছে বানভাসী মনের জানালা ।
সেখানে এলে আরতো পাবে না
সেই শান্ত মনের অশান্ত ভালোবাসা ।
যে ভালোবাসায় একদিন মন্ত্রমুগ্ধ হয়েছিলে।
সেই মনে আজ বিচ্ছিন্ন বাসনার কষ্ট বসত করে
অনাবিল আনন্দকে ঘিরে মেঘের সমাবেশ।
তবে আমি তোমাকে অবহেলা তুচ্ছতাচ্ছিল্য করবো না !!
ভালোবাসবো সর্বনাশী সময়কে ধারণ করতে চেয়ে
আবারো ব্যর্থ হবে আরে।
আমি তবুও তোমায় আমার মতো করে অনূভব করবো।
তবে বলে দিচ্ছি সেই উচ্ছলতায় ভরা আবেগী মন্ত্রমুগ্ধ।
ভালোবাসা তো আর পাবে না।।
যে ভালোবাসা তুমি বাস্তবতার নামে ,
পরিস্থিতির দোহাই দিয়ে ছেড়ে গিয়েছিলে।।
আপনার মতামত লিখুন :