রাজাপুরে ৭৭৬ পিস ইয়াবাসহ স্বস্ত্রী আটক


Harun Miah প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন /
রাজাপুরে ৭৭৬ পিস ইয়াবাসহ স্বস্ত্রী আটক

রাজাপুরে ৭৭৬ পিস ইয়াবাসহ স্বস্ত্রী আটক

হনুফা আক্তার তুনা
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ-

রাজাপুর থানাধীন ২নং শুক্তাগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ কেওতা গিগারাগামী পাঁকা রাস্তার উপর (পিংড়ি ষ্ট্যান্ড সংলগ্ন) কবির মীরের বন্ধ দোকানের সামনে থেকে ৭৭৬ (সাতশত ছিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ লিটন মল্লিক (৫১), পিতা-মৃত মানিক মল্লিক , , সাং- পশ্চিম ঝালকাঠি , ০৬ নং ওয়ার্ড, ঝালকাঠি পৌরসভা, থানা ও জেলা-ঝালকাঠি ও ২। মোসাঃ মোর্শেদা বেগম (৩৬), স্বামী – মোঃ লিটন মল্লিক , সাং- পশ্চিম ঝালকাঠি , ০৬ নং ওয়ার্ড, ঝালকাঠি পৌরসভা, থানা ও জেলা-ঝালকাঠিদ্বয়কে ধৃত করেন।

মামলা প্রক্রিয়াধীন। মাদক অভিযান অব্যাহত আছে

হনুফা আক্তার তুনা
রাজাপুর ঝালকাঠি