সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৪
সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্তদের বিরুদ্ধে বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় মন্দিরে ভাঙচুরের অভিযোগ রয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে ওই চার জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেন (২০)।
পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও গ্রামে এক হিন্দু যুবকের দেওয়া ফেসবুক পোস্টকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে সময় ওই যুবককে আটক করে পুলিশ।
কিন্তু ঘটনার জের ধরে একদল লোক হিন্দুদের বাড়িঘর, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দিরে ভাঙচুর করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ১৭০ জনের নামে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।
নাইম তালুকদার
সুনামগঞ্জ প্রতিনিধি :
তারিখ: ১৪/১২/২৪
আপনার মতামত লিখুন :