জীবনকে সুন্দর ভাবে সাজাতে প্রশিক্ষণের বিকল্প নেই, পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্স সম্পূর্ণ করুন
দিরাই প্রতিনিধিঃ-
আপনি কি পল্লী চিকিৎসক ও নাসিং কোর্সে ক্যারিয়ার গড়ে তুলতে চান।
বিশস্ত কোনো প্রতিষ্টান খুজে পাচ্ছে না।
আপনার পাশে আাছি ও, এইছ, এস, মেডিকেল টেনিং ইনস্টিটিউট।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত। ও, এইছ, এস, মেডিকেল টেনিং ইনস্টিটিউট। গভ : রেজি নং ১২৭৬৮ – পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্সে দিরাই শাখায় ভর্তি চলছে । প্রশিক্ষণ নিন, বদলে যাবে দিন। আপনার জীবনকে সুন্দর ভাবে সাজাতে প্রশিক্ষনের বিক্লপ নেই। স্বাস্থ্য সেবায় শিক্ষিত হোন, দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখুন।
কোর্স সমূহঃ
নার্সিং – এক বছর,
প্যারামেডিকেল – ১ বছর,
ফার্মেসি – ১ বছর
ডি এম এস – ১ বছর
ডি এম এ – ১ বছর
এল এম এ এফ – ৬ মাস
এম সি এইচ – ৬ মাস
আর এম পি – ৩ মাস
ই কে এম এস – ৩ মাস।
প্রশিক্ষণ কোর্সে কেন ? ভর্তি হবেন
জেনে নিন বৈশিষ্ট্য সমূহঃ
প্রয়োজনীয় বই পত্র ও শীট প্রদান। অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন। আমরা দীর্ঘ সাত বছর যাবত এই কোর্স পরিচালনা করে আসছি। প্রতি শুক্রবার সকাল, দশ ঘটিকা হইতে দুপুর টা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান। এম, বি, বি. এস, ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। যে কোন বয়সের পুরুষ মহিলা ও ছাত্র/ ছাত্রীরা, চাকুরীজীবি,ব্যবসায়ী, সহ সকল শ্রেনী পেশার মানুষজন আমাদের প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন। প্রশিক্ষণ শেষে পরিক্ষা গ্রহন ও সার্টিফিকেট প্রদান। অনলাইনে সার্টিফিকেট যাচাই করতে পারবেন। দিরাই সহ সমগ্র দেশে ৩৮ টি শাখায় চলমান প্রশিক্ষণ কোর্স চলিতেছে। আপনারা তিন দিন ফ্রি ক্লাসে অংশ গ্রহন করতে পারবেন। পল্লী চিকিৎসক ও নার্সিং কোর্স সম্পুর্ণ করুন, সুন্দর ক্যারিয়ার গড়ুন।
অফিস : মেসার্স সানি ফার্মেসি।
জামেয়া মাদ্রাসা মার্কেট, কলেজ গেইট, দিরাই, সুনামগঞ্জ
প্রয়োজনে : ০১৭১২৪৪৯৭৭৪
আপনার মতামত লিখুন :