দিরাইয়ে সমসাময়িক বিষয় নিয়ে ঐক্য ও শান্তির লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সমসাময়িক বিষয় নিয়ে দিরাই সর্ব দলীয় নাগরিক ঐক্য সেবা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যা ০৬. ঘটিকার সময় জালাল সিটি হল রুমে ডিএস এস প্রি ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ও উক্ত সংগঠনের আহ্বায়ক শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও প্রভাষক মোস্তাহার মিয়া’মুস্তাক’ ও মুসলিম উদ্দীনের যৌথ পরিচালনায়, বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া, দিরাই সরকারি কলেজের প্রভাষক, রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক অনজন দাস দিরাই সরকারি ডিগ্রি কলেজ, সহকারী প্রভাষক জাফর সিদ্দিকী , প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন , সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সর্দার রুমি,দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী , সাংস্কৃতিক ব্যক্তিত্ব জবাব মুজিবুর রহমান মুজিব, সাংবাদিক তোফায়েল আহমেদ চৌধুরী , বাউল অসীম রায় চৌধুরী , কাজী সমিতির সাবেক সভাপতি কাজী নুরুল আজিজ চৌধুরী , সমাজ সেবক সুজাত আহমেদ চৌধুরী , যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী , সমাজকর্মী নেজাবুল ইসলাম , সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব প্রদীপ দে , উদীচী শিল্পীর সাধারণ সম্পাদক অনুপম দাস , সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লারের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল , দিরাই রিপোর্টাস ইউনিটির সহ সভাপতি আব্দুল্লাহ রাজী , প্রমুখ
বক্তারা বলেন , দেশে সমসাময়িক কিছু বিষয় নিয়ে একটি মহল সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির পায়ে তারা করছে। আমরা দিরাইর মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমাদের এখানে রোজা এবং পূজায় একসাথে হওয়ার নজির আছে আমরা আমাদের সে সম্প্রীতি ধরে রাখতে চেষ্টা করব। কোন কুচক্রী মহলের দুষ্কৃতী বাস্তবায়ন হতে দেব না।বাসস্ট্যান্ডের যানজট নিরসনের জন্য দ্রুত বাসস্ট্যান্ড স্তানান্তর , চুরি ডাকাতি বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা , পি আই সি কমিটি গঠনে নিরপেক্ষতার পাশাপাশি সঠিক কৃষকদের মধ্যে তদন্ত সাপেক্ষে পি আই সি বন্টন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পাদনের নিশ্চয়তা কামনা , সরকারি খাস জমি নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার করে মারামারি হানাহানি বন্ধে, আইনের প্রতি সবাই কে সম্মান রেখেই সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয় ও সর্ব অবস্থায় জনসাধারণের জান মালের নিরাপত্তার লক্ষ্য নিয়ে কাজ করার আশ্বাস প্রদান , আজকের শিশু আগামী দিনের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পাশাপাশি সমাজ বিনির্মানে সবাই কে এগিয়ে আসার আহবান জানানো হয়।
আপনার মতামত লিখুন :