ইব্রাহীম আঃ কে আল্লাহ রাব্বুল আলামীন একটি কঠিন পরিক্ষা দিয়েছিলেন তিনি নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহর সন্তুষ্ঠি অর্জনে সক্ষম হয়েছিলেন, দ্বীনের রাস্তায় আমাদেরকে ও সর্বোচ্চ কোরবানী ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
গতকাল মন্ঙলবার স্তানীয় আস্টনস্হ দারুসসুন্নাহর হলরুমে খেলাফত মজলিস বার্মিংহাম শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুক্তরাজ্য নর্থের সভাপতি মুফতি তাজুল ইসলাম একথাগুলো বলেন।
সভায় বক্তরা গাঁজার মুসলমানদের অভ্যাহত গনহত্যার তীব্র নিন্দাহ জানান এবং অবিলম্বে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন বন্দের দাবী জানান।
শাখা সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইবের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা আহমদ হুসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউরোপ জোনের অন্যতম টিম সদস্য ক্বারী আব্দুল মুকিত আজাদ যুক্তরাজ্য নর্থের সেক্রেটারী মাওলানা এনামুল হাসান ছাবির, সহ সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ সামছুজ্জামান, বার্মিংহামের সহ সভাপতি শায়েখ মাওলানা আব্দুল মতিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা কুদরত উল্লাহ শরীফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর,প্রশিক্ষন সম্পাদক মাওলানা সাইফ রহমান।
উপস্তিত ছিলেন সহ সেক্রেটারী আলহাজ সৈয়দ মইন উদ্দীন ইকবাল, সমাজ কল্যান সম্পাদক হাজী বুরহান উদ্দীন, সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী আব্দুল খালিক মশতাক, মাওলানা আসাদুজ্জামান, হাজী হান্নান উল্লাহ, মুহাম্মদ সাইফুল্লাহ, হাজী আব্দুস সুবহান, ক্বারী আলী আমজদ, মুহাম্মদ সায়েদ আলী, মুহাম্মদ সিরাজ আলী, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ মইন উদ্দীন। প্রমুখ।
আপনার মতামত লিখুন :