গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু


Sylheter samachar24 প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ৪:৫২ পূর্বাহ্ন /
গুলিবিদ্ধ হয়ে মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যু

পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মাওলানা তারিক জামিল নিজেই এ তথ্য জানিয়েছেন।

রোববার পাঞ্জাবের খানেওয়াল জেলায় মারা যান আসিম জামিল। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা বিস্তারিত জানা যায়নি। খবর জিও নিউজের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে মাওলানা তারিক জামিল লিখেছেন, আমার ছেলে তালম্বাতে (পাঞ্জাবের খানেওয়াল) ইন্তেকাল করেছেন। এ শোকাবহ পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।