তরুণ কবি মিজানূর রহমান মিজান এর স্বরচিত কবিতা


Harun Miah প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৩, ১:৩৭ পূর্বাহ্ন /
তরুণ কবি মিজানূর রহমান মিজান এর স্বরচিত কবিতা

শৈশব স্মৃতি
মিজানুর রহমান মিজান

আজ এই নির্জনে শৈশব কথা মনে পড়ে
কত স্মৃতি কত কথা মনের সরোবরে।

ফুলে ফুলে ভরা ছোট গ্রামখানি
খাল-বিল নদীতে ভরা মিঠা পানি।

কতইনা খেলেছি বন্ধু বান্ধব মিলে
ধুলো বালি মেখেছি খেলার ছলে।

বর্ষায় সাঁতার কেটে নদী দিছি পাড়ি,
নৌকায় গঞ্জে গেছি ছিল নাকো গাড়ি।

দুষ্টুমিতে পাক্কা ছিলাম আমরা কয়জন
উচ্ছসিত দুর্বার দুরন্ত ছিলো তণু মন।

মুরুব্বিরা বকাবকি করেছেন কত
বিনয়ের সাথে তা মেনে নিয়েছি শত।

আজও মনে পরে সেই স্মৃতির পাতা
হৃদয় আয়নাতে অম্লান গাঁয়ের কথা।

বর্ষায় গৃহবন্দি গরু কার্তিকের শেষে
মাঠে দিতো ছেড়ে সবাই মিলে মিশে।

ছোট গাঁয়ের সবুজ ছায়ায় মেঠো পথ ঘুরে,
রাখালেরা গান করিতো নিবিড় কন্ঠ সুরে।

শৈশবের সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে,
চোখের তারায় আজও সে স্মৃতি উঠে নড়ে।