আমায় কি যে করল বন্দে
কি যানি কি দিয়া
যা কিছু মোর নিল বন্দে
কি যানি কি করিয়া।।
কি যে ব্যথা সইয়া থাকি
মনের কথা মনে রাখি
কি যাতনায় আমি আছি
কার কাছে বলব সই ।।
যদি না পাই তার দেখা
কার কাছে কই মনের কথা।
সে যে আমার প্রাণ সখা
কোথায় গেলে পাব বল সই।।
আসত যদি প্রাণ সখা
খুলে কইতাম মনের ব্যথা
আজিজুরের মনের দুঃখ মনে রইল সই ।।
আপনার মতামত লিখুন :