রাহাদ আহমেদ আরিফ: আধ্যাত্মিক রাজধানী ও দুটি পাতা একটি কুড়ির দেশ খ্যাত সিলেট বিভাগের ভাটির রাজধানী সুনামগঞ্জের আলোচিত নির্বাচনী এলাকা (দিরাই শাল্লা)র দিরাই পৌরসভার ১ নং ওয়ার্ড পূর্ব চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান রশিদ মিয়া চট্টগ্রাম-১০ আসনে সকল সংশয় দূর করে গনমুক্তি জোট মনোনীত বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী হয়ে রশিদ মিয়া ভোটের মাঠে বিচরণ করছেন।
তিনি চন্ডিপুর গ্রামের মরহুম হাজী আব্দুল করিম এর ৪র্থ ছেলে।
দিরাই পৌরসভার বিগত নির্বাচনেও রশিদ মিয়া মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক আলোচনায় আসেন।
নির্বাচনে পরাজিত হয়েও সাধারণ মানুষের পাশে থেকে সাধ্যানুযায়ী নিজের পকেট থেকে এবং ক্ষেত্র বিশেষ বিভিন্ন ব্যাক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান সংগ্রহ করে ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে থাকছেন।
বৃহৎ পরিসরে জনসেবা নিশ্চিত করতে গণমুক্তি জোটের কেন্দ্রীয় নেতা হিসেবে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটে প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-২( দিরাই শাল্লা)র নির্বাচনী আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে প্রচারণা চালান।
পরবর্তীতে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের পক্ষ থেকে রশিদ মিয়া’কে প্রার্থী হিসেবে মনোনীত করলে সেখানে নির্বাচনের জন্য রশিদ মিয়া সম্মতি প্রদান করে প্রচারণায় নেমে পরেন।
রশিদ মিয়া বলেন- দলের সিদ্ধান্তে চট্টগ্রাম-১০ উপনির্বাচনে প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি পরিচ্ছন্ন রাজনৈতিক ও তরুণদের হাত ধরে নতুন ধারার রাজনীতির বিকাশ ঘটবে।
আমি আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট থেকে এসেছি বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে। পুরো শহর ঘুরেছি দেখেছি অনেক সুন্দর ও পরিচ্ছন্ন একটি শহর চট্টগ্রাম। সিদ্ধান্ত নিয়েছি – আমার ফেস্টুন, পোস্টার দেয়ালে লাগানো হবে না। ঝুলন্ত পোস্টার, ব্যানার ও হ্যান্ড লিফলেট দ্বারা নির্বাচনী প্রচার-প্রচারণা করা হবে।
প্রচারণার জন্য প্রয়োজনে মিডিয়ার সহযোগিতা নেয়া হবে। এককথায়, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে যা করা লাগে তাই করবো।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রশিদ মিয়া বলেন, মানুষ ও পরিবেশের ক্ষতি হবে সেই প্রচারনা করে ভোটারের ভোট চাইনা।
ইতিপূর্বেও দিরাই পৌরসভার নির্বাচনে শব্দ দোষণরোধে প্রচারণা মাইকিং বন্ধ করে ছিলাম।*
*আধ্যাত্মিক রাজধানী টু বানিজ্যিক রাজধানীর লড়াই*:
সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি রশিদ মিয়া আধ্যাত্মিক রাজধানী সিলেটের সন্তান হওয়ায় ৩০ জুলাই উপনির্বাচনে ভোটের লড়াইয়ে শামিল হতে বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে যাচ্ছেন রশিদ মিয়ার অনেক বন্ধুবান্ধব।
ফেসবুকে পোস্ট দিয়ে অনেকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।
আপনার মতামত লিখুন :