নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১জুলাই (রবিবার) সকাল ১০ ঘটিকায় জালাল সিটি সেন্টার কনফারেন্স রুমে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে দিরাই নাগরিক ঐক্য সংগ্রাম পরিষদ এর উপদেষ্টা পরিষদ আজীবন সদস্য ও আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে যারা উপদেষ্টা হয়েছেন
আব্দুল জাহির, আব্দুস সালাম চৌধুরী, শৈলেন্দ্র চন্দ্র দাস, রফিকুল ইসলাম তালুকদার, মোখলেছুর রহমান লাল মিয়া,জাফর সিদ্দিকী, মুজিবুর রহমান, আমিনুল ইসলাম, সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, মোসলেহ উদ্দিন, সুহেল মিয়া, নেজাবুল ইসলাম, কাজী নুরুল আজিজ চৌধুরী, শহীদ সর্দার, টিংকু রায়, শাহরিয়ার কবির, মাওলানা আবুল বশর নোমান, কবির হোসেন, এনাম চৌধুরী, বকুল রায়।
প্রবাস থেকে যারা আজীবন সদস্য হয়েছেন
শামসুজ্জামান ঝুনু,শহীদুল ইসলাম নজরুল, খালেদ রেজা খাঁন, মোঃ হারুন মিয়া,মোঃ শাহীন মিয়া, মোঃ শাহ কামাল মিয়া, মোঃ ফয়সাল আহমেদ।
কার্যকরি কমিটি:
আহবায়ক- মোঃ শাহজাহান সিরাজ
যুগ্ম আহবায়ক – বদরুজ্জামান বদরুল
যুগ্ম আহবায়ক -সুমন মিয়া
যুগ্ম আহবায়ক -লিটন সুত্রধর
সদস্য সচিব – মোস্তাহার মিয়া মোস্তাক
সম্মানিত সদস্য – আলমগীর হোসেন, জয়নুল হক চৌধুরী, প্রদীপ কর্মকার, এহিয়া আহমদ লিটন, সদরুল ইসলাম, এমদাদ সর্দার, আমির হোসেন, শেখ মোঃ রনি,আকতার সাদিক,নিখিল তালুকদার, মিলিক মিয়া,মিলন খাঁন,জাহিদুল ইসলাম,আনহার মিয়া,মোঃ ইয়াসিন মিয়া,রবিনুজ্জামান রবিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :