দিরাই থেকে সুমন রহমান: রাকিব আহমদ- একজন স্বপ্নবাজ তরুন। ফুবলের সাথেই তাঁর প্রেম ভালবাসা। স্বপ্ন দেখতেন শুধু নিজে নয় এলাকার আরো অনেককে নিয়ে তিনি দেশের বুকে ফুটবলের মধ্য দিয়ে সুনাম অর্জন করবেন।
বিশেষ করে এলাকার মেয়েরা যারা কিনা খেলাধুলার ধারকাছে যাওয়ার সুযোগ সুবিধা বঞ্চিত রয়েছে। অথচ দেশের অন্যান্য স্থানে মেয়েরা দেশ জয় করে বিদেশের মাটি থেকে জয় ছিনিয়ে আনছে। রাকিব আহমদ তখন সমালোচকদের কথা পিছনে ফেলে লক্ষ্যনুযায়ী এগুতে থাকলেন।
বর্তমানে তার গড়ে তোলা ফুটবল টিম ‘স্বপ্নচূড়া স্পোর্টং ক্লাব’ এলাকার গন্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে খেলছে এবং একের পর এক জয় ছিনিতে আনতে সক্ষম হয়েছে। দেশের প্রিন্ট মিডিয়াগুলোতে এখন রাকিব আহমদ ও ‘স্বপ্নচূড়া স্পোটিং ক্লাব’ স্থান পেয়েছে তাঁর অন্যন্য অর্জনের জন্য।
স্বপ্নচূড়া স্পোটিং ক্লাবেরে এই অগ্রযাত্রাকে আরো তরান্বিত করতে ডিএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ নগদ পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। গত বৃহস্পতিবার ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর অফিস কক্ষে স্বপ্নচূড়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কোচ রাকিব আহমেদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন ডিএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ।
এসময় উপস্থিত ছিলেন স্বপ্নচূড়া স্পোটিং ক্লাবের খেলোয়ারবৃন্দ এবং ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর শিক্ষকবৃন্দ।
আপনার মতামত লিখুন :