আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বৃটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের সোমলহীথ স্টেডিয়ামে অস্হায়ী ভাবে নির্মিত শহীদ মিনারে শত শত বাঙ্গালী ও অবাঙ্গালী মিলিত হয়ে শহীদ দিবস উদযাপন করেন ।
রাত ১২টা ১মিনিটের সময় বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহামের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলীমুজ্জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন।
বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবীর উদ্দীনের নেতৃত্বে বার্মিংহাম আওয়ামীলীগ পুষ্পস্তবক অর্জন করেন ।
পুষ্ফস্তপক অর্পন করেন বার্মিংহামের মেট্রো মেয়র এনডি স্টীট, এছাড়াও পুষ্ফস্তপক অর্পন করেন বার্মিংহাম কনজারভেটিভ পার্টি , বার্মিংহাম লেবার পার্টি , দিরাই এ্যাডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট , বার্মিংহাম , বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী যুবলীগ , আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী শ্রমিক লীগ ,আওয়ামী ছাত্রলীগ, ২৮শ্ মার্চ উদযাপন কমিটি, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, উদীচী শিল্পী গোষ্টী, রাজনগর সংসদীয় আসন পূনর্বহাল কমিটি, জাতীয় দিবস উদযাপন পরিষদ, জয় বাংলা পরিষদ, এলিবেন ষ্টার স্পোটিং ক্লাব এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :