হবীগঞ্জ সায়েস্তাগঞ্জে সরকারী বই বিক্রি: মামলা


Sylheter samachar24 প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ন /
হবীগঞ্জ সায়েস্তাগঞ্জে সরকারী বই বিক্রি: মামলা

আব্দুল-কাইয়ূম নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভ্রাম্যমান দোকানে (ভ্যান গাড়ী) চলতি শিক্ষাবর্ষের সরকারি প্রাইমারী স্কুলের বিভিন্ন শ্রেণীর ৭০ কেজি নতুন বই বিক্রির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় একমাত্র আসামী করা হয়েছে কদমতলী বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় কদমতলী বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও ভাঙ্গারী ব্যবসায়ী সৈয়দ আলীকে (৩২) আটক করেছে পুলিশ। তবে ঘটনায় জড়িত না থাকায় ভ্যান চালক (ভাঙ্গারী ব্যবসায়ী) সৈয়দ আলীকে ছেড়ে দেয় পুলিশ।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

আটক শিক্ষিকা আয়েশা আক্তার কদমতলী গ্রামের মৃত আব্দুল্লাহর স্ত্রী ও সৈয়দ আলী লাখাই উপজেলার বুমাপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কদমতলী বেসরকারি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি ধরে ৭০ কেজি বই ১ হাজার ৪০০টাকায় বিক্রি করেন। ভাঙ্গারী ব্যবসায়ী বইগুলো নছরতরপুর মা ফিলিং ষ্টেশনের বিপরীতে একটি পাইকারী ভাঙ্গারী দোকানে বিক্রির জন্য গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হোসেন কামাল মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।