শাল্লা: ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে শাল্লা উপজেলার শ্যামারচর বাজারে। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রাচীনতম এই বাজারে মঙ্গলবার রাত ২টার দিকে হঠাৎ অগ্নিকা-ের সূত্রপাত হয়। অগ্নিকা-ের খবর শুনে বাজারের লোকজন ছুটে আসে আগুন নেভানোর জন্য। কিন্তু আগুনের ভয়াবহতার কারণে মানুষ কাছে যেতে পারছিল না। নিরুপায় হয়ে প্রায় ৩ টায় দিকে পাশের উপজেলা দিরাই এর ফায়ার সার্ভিসে খবর দেন বাজারের লোকজন। প্রায় ১২ কিলোমিটার দূরের দিরাই থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই পুড়ে যায় ৭ টি বড় বড় ব্যবসায়ীর দোকান ঘর।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পুড়েছে প্রাণের ডিলার, হোটেল, কাচামাল, হার্ডওয়্যার, ভূষিমাল, ইলেকট্রনিক দোকান ঘর।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, বিপ্লব রায়, স্বজল রায়,সন্তুস রায়, রনবির রায়, রাহুল রায়, ফারুক মিয়া, দুলাল মিয়া, ও প্রদীপ মিয়া।
ব্যবসায়ী রাহুল রায়ের ভাতিজা রাজিব রায় বলেন, কি করে রাতে আগুন লেগেছে বুঝতে পারিনি। তবে আগুন নেভানো অসম্ভব ছিল। পরে দিরাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ৪ ঘন্টা চেষ্টা করে আগুন নেভান।
আপনার মতামত লিখুন :