সুনামগঞ্জের দিরাইয়ে দীর্ঘ ৮ বছর পর নবীন প্রবীণের সমন্বয় রেখেই সভাপতি কামাল উদ্দিন ও সম্পাদক প্রদীপ রায়ের নাম ঘোষণা করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
সম্মেলনের ২ দিন পর বুধবার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন স্বাক্ষরিত পত্রে আংশিক কমিটি ঘোষণা করেন।
শীঘ্রই ঘোষিত এ কমিটিকে পুর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবর প্রেরণ করার নির্দেশ দেয়া হয়।
নব নির্বাচিত কমিটির সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রদীপ রায় প্রথমেই উপজেলা প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সভাপতি সম্পাদক।
এদিকে নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আমন্ত্রিত প্রধান অতিথি আওয়ামী প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কার্যকরী সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাংসদ মুজিবুর রহমান মানিক, ড. জয়া সেনগুপ্ত এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন শামীমা শাহরিয়ার এমপি সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মঞ্চে উঠার সাথেই সাথেই বিদ্রোহী গ্রুপের সাবেক মেয়র মোশাররফ ও যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নেতৃত্বে মোশাররফ বাহিনী মিছিল সহকারে সমাবেশ স্থলে প্রবেশ করে মঞ্চ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা শুরু করে।
এ সময় কেন্দ্রীয় নেতারা চেয়ারকে ঢাল হিসেবে নিজেদের আত্মরক্ষা করেন। পরে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা নেতাদের রক্ষায় এবং হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়।
১০-১৫ মিনিট ব্যাপী চলা সংঘর্ষেে আহত হয়েছেন মঞ্চে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল কবির রুমেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শফিক মিয়া, হাসান মিয়া, এমরান, রেজা মিয়া সহ অন্তত ৫০জন।
আপনার মতামত লিখুন :